আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলের শুরুটা খুব একটা ভাল হয়নি চেন্নাই সুপার কিংসের। পাঁচবারের চ্যাম্পিয়নরা প্রতিযোগিতা শুরু করেছিল চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছে ধোনিদের। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই দু’ম্যাচে চেন্নাইয়ের হারের পিছনে মূল কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। মিডল অর্ডার ভেঙে পড়ায় রান তুলতে পারেনি সিএসকে। অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনিও প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে বসলেন চেন্নাইয়ের স্কাউট টিমের এক সদস্য। যা তাদের দল গঠনের কৌশল নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
চেন্নাই সুপার কিংস সাধারণত অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর ভরসা রাখে এবং তরুণ প্রতিভাদের খুব একটা সুযোগ দেয় না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে সিএসকের এক স্কাউট সদস্যকে কিছু বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। তিনি জানান, আইপিএল নিলামের আগে তিনি বেশ কিছু তরুণ ক্রিকেটারের নাম সুপারিশ করেছিলেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি তা প্রত্যাখ্যান করে। তিনি জানান, ‘আমি স্কাউটের দায়িত্বে আছি এবং উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের লিগগুলোর কিছু ম্যাচ দেখতে গিয়েছিলাম। সেখান থেকে আমি প্রিয়াংশ আর্য, বিপ্রজ নিগম, স্বস্তিক চিকারা, অনিকেত ভার্মার মতো কিছু প্রতিভাবান ক্রিকেটারের নাম সুপারিশ করেছিলাম।
আমার কাজ ছিল নিলামের আগে চেন্নাইকে খেলোয়াড়দের নাম সরবরাহ করা। কিন্তু তারা এই সুপারিশ গ্রহণ করেনি’। এই তথ্য প্রকাশ্যে আসতেই সমর্থকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সিএসকে মেগা নিলামে তরুণ প্রতিভাদের বদলে রবিচন্দ্রন অশ্বিন, দীপক হুডা, রাহুল ত্রিপাঠির মতো তুলনামূলকভাবে অভিজ্ঞ খেলোয়াড়দের দলে নেয়। তবে চলতি মরশুমে ফর্মে নেই কেউই। অন্যদিকে, প্রিয়াংশ, বিপ্রজ এবং অনিকেত দারুণ পারফর্ম করে নজর কেড়েছেন। তবে অনেকের মতে, টুর্নামেন্টের শুরুতেই কিছু বলাটা ঠিক হবে না। এখনই কিছু বলা কঠিন। তবে তারা কীভাবে ঘুরে দাঁড়ায়, সেটাই দেখার বিষয়।
