আজকাল ওয়েবডেস্ক: ঋতুরাজ গায়কোয়াড়ের পরিবর্ত বেছে নিল চেন্নাই সুপার কিংস। নেওয়া হল মুম্বইয়ের ১৭ বছরের ক্রিকেটার আয়ুশ মাত্রেকে। কনুইয়ের হাড় ভেঙে যাওয়ায় আইপিএল থেকে ছিটকে গিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। যার ফলে নেতৃত্ব ফিরে পান মহেন্দ্র সিং ধোনি। কিন্তু গায়কোয়াড়ের জায়গা ভরাট করার জন্য একজন ব্যাটার প্রয়োজন ছিল। সেই জায়গায় নেওয়া হল মুম্বইয়ের বিস্ময় বালককে। দু'সপ্তাহ ট্রায়ালের পর তাঁকে সই করানোর সিদ্ধান্ত নেয় চেন্নাই ম্যানেজমেন্ট। ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন মাত্রে। মুম্বইয়ের হয়ে ন'টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেন। রয়েছে দুটো শতরান এবং একটি অর্ধশতরান। মুম্বইয়ের হয়ে সাতটি লিস্ট এ ম্যাচেও খেলেন। নাগাল্যান্ডের বিরুদ্ধে ১৮১ রান আয়ুষের সর্বোচ্চ। বড় রান করা তাঁর বিশেষত্ব। বিজয় হাজারেতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১৪৮ রান তার উদাহরণ। 

আয়ুশ বলেন, 'ছয় বছর বয়সে আমার ক্রিকেটে হাতেখড়ি। কিন্তু আসল ক্রিকেট শুরু ১০ বছরে। মাতুঙ্গায় ডন বস্কো হাই স্কুলে আমি ভর্তি হই। আমার দাদু আমাকে রোজ সকালে মাতুঙ্গায় প্র্যাকটিস করাতে নিয়ে যেত। তারপর স্কুলে যেতাম। সেখান থেকে চার্চগেটে আরেকটা প্র্যাকটিসে যোগ দিতাম। আমার পরিবার দাদুকে বলত, আমার ঘুমে ব্যাঘাত না ঘটাতে। তবে এখন বুঝেছে, আত্মত্যাগ কতটা কাজে দিয়েছে।' আর্থিক অনটনের মধ্যেই তাঁর বেড়ে ওঠা। কিন্তু তাঁর পরিবার সেটা বুঝতে দেয়নি। গত মরশুমে মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলেন ১৭ বছরের উঠতি তারকা। কিন্তু রোহিত শর্মা রঞ্জি দলে ফেরার তাঁকে বসতে হয়। পরে ভারত অধিনায়কের সঙ্গে একটি সেলফি পোস্ট করেন। রোহিতকে আদর্শ মেনেই ক্রিকেটে এসেছেন। তাই প্রিয় ক্রিকেটারের জন্য জায়গা ছেড়ে দিতে বিন্দুমাত্র আফশোস হয়নি। রোহিতের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ভাইরাল হয়েছিলেন আয়ুশ। এবার হলুদ জার্সিতে তাঁর অভিষেক হয় কিনা সেটাই দেখার।