আজকাল ওয়েবডেস্ক: এ যেন সত্যিকারের 'আয়রন ম্যান'! টাইটেনিয়াম হার্ট নিয়ে দিব্যি বেঁচে ৫৪ বছরের প্রৌঢ়। নেই কোনও বাড়তি ঝক্কি, অসুস্থতার লক্ষণ। এভাবেই বিশ্বে নজির গড়ল BiVACOR। বিজ্ঞানীদের মতে, তারা আশার আলো দেখাল।
হার্টের অসুখে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন আমেরিকার ওই প্রৌঢ়। একেবারে শেষ পর্যায়ে এসে তাঁর শরীরে টাইটেনিয়াম হার্ট প্রতিস্থাপন করে BiVACOR। গত জুলাই মাসে টেক্সাস হার্ট ইনস্টিটিউটে সফলভাবে টাইটেনিয়াম হার্ট প্রতিস্থাপন করা হয়। এভাবে আটদিন তিনি দিব্যি বেঁচেছিলেন। আটদিন পর আসল হার্ট ডোনার পাওয়া যায়। গত দশ বছর ধরে মানবদেহে এই হার্ট প্রতিস্থাপন করার জন্য দীর্ঘ গবেষণা করে এই সংস্থা। বিভিন্ন পশুর উপরেও চলে পরীক্ষানিরীক্ষা। ডিজাইনেও আনা হয় পরিবর্তন। দীর্ঘ গবেষণার পর অবশেষে তারা সফল।
আসল হার্টের থেকে টাইটেনিয়াম হার্টের মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। টাইটেনিয়াম হার্টে হৃদস্পন্দন হয় না। এর মধ্যে ঘূর্ণায়মান একটি ডিস্ক রয়েছে। যার সাহায্যে শরীরে রক্ত সঞ্চালন হয়। ওজন ৬৫০ গ্রাম। এই টাইটেনিয়াম হার্ট প্রতিস্থাপনে খরচ হয় ২০০,০০০ মার্কিন ডলার।
সংস্থার দাবি, বহুক্ষেত্রে ডোনার হার্ট পাওয়া যায় না। সেক্ষেত্রে টাইটেনিয়াম হার্ট প্রতিস্থাপন আশার আলো দেখাবে বহু রোগীকে। চলতি বছরের মধ্যে আরও চারজনের দেহে এই হার্ট প্রতিস্থাপন করবে তারা।
হার্টের অসুখে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন আমেরিকার ওই প্রৌঢ়। একেবারে শেষ পর্যায়ে এসে তাঁর শরীরে টাইটেনিয়াম হার্ট প্রতিস্থাপন করে BiVACOR। গত জুলাই মাসে টেক্সাস হার্ট ইনস্টিটিউটে সফলভাবে টাইটেনিয়াম হার্ট প্রতিস্থাপন করা হয়। এভাবে আটদিন তিনি দিব্যি বেঁচেছিলেন। আটদিন পর আসল হার্ট ডোনার পাওয়া যায়। গত দশ বছর ধরে মানবদেহে এই হার্ট প্রতিস্থাপন করার জন্য দীর্ঘ গবেষণা করে এই সংস্থা। বিভিন্ন পশুর উপরেও চলে পরীক্ষানিরীক্ষা। ডিজাইনেও আনা হয় পরিবর্তন। দীর্ঘ গবেষণার পর অবশেষে তারা সফল।
আসল হার্টের থেকে টাইটেনিয়াম হার্টের মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। টাইটেনিয়াম হার্টে হৃদস্পন্দন হয় না। এর মধ্যে ঘূর্ণায়মান একটি ডিস্ক রয়েছে। যার সাহায্যে শরীরে রক্ত সঞ্চালন হয়। ওজন ৬৫০ গ্রাম। এই টাইটেনিয়াম হার্ট প্রতিস্থাপনে খরচ হয় ২০০,০০০ মার্কিন ডলার।
সংস্থার দাবি, বহুক্ষেত্রে ডোনার হার্ট পাওয়া যায় না। সেক্ষেত্রে টাইটেনিয়াম হার্ট প্রতিস্থাপন আশার আলো দেখাবে বহু রোগীকে। চলতি বছরের মধ্যে আরও চারজনের দেহে এই হার্ট প্রতিস্থাপন করবে তারা।
