আজকাল ওয়েবডেস্ক : আরও একজন কর্মী কাজ হারাল!" চিনে রোবট যেভাবে খাবার ডেলিভারি করল সেটা দেখে এটাই জানাল সবাই। চিনের প্রযুক্তি নির্ভর সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে একজন ভ্লগার রোবটের মাধ্যমে খাবার ডেলিভারি পেয়েছেন। ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিও মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ প্রযুক্তির প্রশংসা করছেন, আবার কেউ উদ্বেগ প্রকাশ করছেন মানুষের কর্মসংস্থান নিয়ে।
ভিডিওটিতে দেখা যায়, একটি অত্যাধুনিক রোবট নিখুঁতভাবে ভ্লগারের ঠিকানায় খাবার পৌঁছে দিচ্ছে। রোবটটি খাবারের প্যাকেট ডেলিভারির পরে ভদ্রভাবে সরে যায়। এই অভিজ্ঞতা দেখে ভ্লগার যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি তিনি তাঁর দর্শকদেরও জানান প্রযুক্তির এই নতুন দিগন্তের কথা।
ভিডিওটি প্রকাশিত হওয়ার পরই নেটিজেনদের নানা ধরণের মন্তব্য আসতে শুরু করে। অনেকে প্রশংসার সুরে বলেছে, "এটাই ভবিষ্যতের চিত্র। প্রযুক্তি সবকিছু সহজ করে দিচ্ছে।" অন্য একজন বলেছে, খুবই চমৎকার! সময় বাঁচানোর জন্য রোবট ডেলিভারি সেরা বিকল্প।"
তবে চিন্তার কথা শোনা গিয়েছে অনেকের গলায়। একজন বলেছে,"আরও একজন কর্মী কাজ হারাল! রোবটের কারণে সাধারণ মানুষ কীভাবে টিকে থাকবে?"" টেকনোলজি উন্নতি করছে ঠিকই, কিন্তু মানুষের জীবিকা কী হবে?"
রোবটিক ডেলিভারির মতো প্রযুক্তি যদিও কার্যকারিতা বাড়ায়, তবে এটি মানুষের চাকরির উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে খাবার ডেলিভারির মতো শিল্পে, যেখানে প্রচুর মানুষ কর্মরত।
তবে বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির কারণে নতুন ধরণের কাজের ক্ষেত্র তৈরি হবে। যেমন রোবট নির্মাণ, রক্ষণাবেক্ষণ, এবং প্রোগ্রামিং সংক্রান্ত কাজের চাহিদা বাড়বে। চিন ইতিমধ্যেই রোবটিক প্রযুক্তি ও এআই দিয়ে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। এই ভিডিও সেই সাফল্যেরই প্রতিফলন। তবে প্রযুক্তি আর মানুষের মধ্যে ভারসাম্য রক্ষা করাই ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ।
