আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের ফেনী জেলার বিভিন্ন অঞ্চলে চরম জলের সংকট দেখা দিয়েছে। জেলার ১,৬৭,৩৮৬টি টিউবওয়েল শুকিয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ নিরাপদ জলের অভাবে ভুগছেন। জেলার জনস্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ভূগর্ভস্থ জলের স্তর আশঙ্কাজনকভাবে নেমে যাওয়ায় এ সংকট দেখা দিয়েছে।

ফুলগাজীসহ কয়েকটি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অনেক গ্রামে ৭০ শতাংশ টিউবওয়েল কাজ করছে না। কোথাও কোথাও ৩৫টি গভীর নলকূপের একটিও সচল নেই। স্থানীয় বাসিন্দা কুলসুম আক্তার শরীফা বলেন, “আমরা চরম কষ্টে আছি। রান্না ও খাবার জলের জন্য দূর-দূরান্ত থেকে জল আনতে হচ্ছে।”

দীর্ঘদিন ধরে বন্ধ ৯,৮৭১টি সরকারি টিউবওয়েল ছাড়াও প্রায় অর্ধেক বেসরকারি নলকূপও শুকিয়ে গেছে। এর ফলে অনেক মানুষ বাধ্য হয়ে পুকুর ও নালার দূষিত জল খাচ্ছেন, যা ডায়রিয়া ও অন্যান্য জলবাহিত রোগ ছড়িয়ে দিচ্ছে।

জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী শফিউল হক বলেন, “টিউবওয়েল, পুকুর, খালে কোথাও জল নেই। এখন শুধু বৃষ্টিই আমাদের ভরসা।”

জাতীয় পর্যায়ের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, শুধু ফেনী নয়, দেশের আরও কিছু জেলায় জলের সংকট ভয়াবহ রূপ নিচ্ছে। নিরাপদ জলের জন্য মানুষের লড়াই এখন বেঁচে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে।