আজাকাল ওয়েবডেস্ক: অ্যামিটি ইউনিভার্সিটিতে সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনা৷ ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগে বিদায়ের অনুষ্ঠান আয়োজন হয়। এই বিদায়ী অনুষ্ঠানে ছাত্রীদের এক নজরকাড়া নৃত্য পরিবেশনা বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে। শাড়ি পরা একদল যুবতী স্টেজে অসাধারণ নৃত্য পরিবেশন করেন। এই পরিবেশনা স্বাভাবিকভাবেই দর্শকদের মুগ্ধ করে তোলে। ভাইরাল হওয়া ভিডিওতে অনেকেই মন্তব্য করেছেন, তাঁরা যেন কোনও অংশে বলিউডের নায়িকার চেয়ে কম কিছু নন।

সূত্র মারফত জানা গিয়েছে, ইউনিভার্সিটিতে এই নৃত্য পরিবেশনার ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেন হার্দিক তলওয়ার (@hk_talwar29) নামে এক যুবক। জানা গিয়েছে, তিনি নয়ডা অ্যামিটি ইউনিভার্সিটির একজন ছাত্র। পাশাপাশি তিনি আবার নেটপাড়ায় একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত। তথ্য অনুযায়ী ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা কমপক্ষে এক লক্ষেরও বেশি। নিজের নাচের ভিডিওর জন্য পরিচিত এই যুবক। হার্দিক তলওয়ার চলতি বছরের মে মাসে এই ভিডিওটি পোস্ট করেন। সেখানে তাঁর কলেজের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের নানা মুহূর্ত ধরা পড়েছে। ভিডিওটি খুব দ্রুতই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে। দেখা গিয়েছে এর পাশাপাশি যুবক ভিডিওতে নেতিবাচক মন্তব্য এড়াতে বুদ্ধি করে ভিডিওর কমেন্ট সেকশন বন্ধ করে দেন।

আরও পড়ুনঃ মধ্যরাতে আনচান করছিল শরীর, পা টিপে টিপে বান্ধবীর বাড়িতে ঢুকতেই যুবকের সঙ্গে যা হল, চমকে গেল গোটা গ্রাম...

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা গিয়েছে, যুবতীর দল রাশা থাডানির জনপ্রিয় গান 'উই অম্মা' (Uyi Amma)-তে নাচ পরিবেশন করছেন। এনার্জি ভরপুর এই গানটি আগে থেকেই ইনস্টাগ্রামে নাচের ভিডিওর জন্য জনপ্রিয় ছিল। হার্দিকের এই পরিবেশনা সেই ধারা আরও জোরদার করে তোলে। একইসঙ্গে তাঁদের গতিময় পারফরম্যান্স সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রশংসা কুড়ায়।

আরও পড়ুনঃ উদ্ধারকাজে বাধা বৃষ্টি! উত্তরকাশী বন্যায় নিখোঁজ একাধিক, ফের 'রেড অ্যালার্ট' রাজ্যজুড়ে 

এই অনুষ্ঠান শুধুমাত্র একটি পারফরম্যান্সেই সীমাবদ্ধ ছিল না। এরপর হার্দিক তলওয়ার আরও একটি ভিডিও শেয়ার করেন যেখানে তিনি সামান্থা রুথ প্রভুর জনপ্রিয় গান 'ও অন্তভা মাওয়া' (Oo Antava Mawa)-তে একক নৃত্য পরিবেশন করেন। এই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে। দেখা গিয়েছে, পরবর্তীতে এই ভিডিও প্রায় ৫০ লক্ষ ভিউ অর্জন করেছে। তথ্য অনুযায়ী, তলওয়ারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মূলত নাচ ভিত্তিক কনটেন্টে পরিপূর্ণ। অ্যামিটি ইউনিভার্সিটি বিদায়ী অনুষ্ঠানের এই জনপ্রিয় ভিডিওগুলো তাঁকে সোশ্যাল মিডিয়ায়  নতুন এক মাত্রায় পৌঁছে দিয়েছে।

আরও পড়ুনঃ 'ডে-আউটে' বেরিয়ে শহরের খ্যাতনামা স্কুলের তিন ছাত্র গায়েব! অবশেষে যেভাবে মিলল, জানলে চমকে উঠবেন