আজকাল ওয়েবডেস্ক: দশম শ্রেণির বোর্ড পরীক্ষার সকল ছাত্রছাত্রীর জীবনেই প্রথম বড় পরীক্ষা। ভাল ফল করার জন্য চিন্তায় থাকে সকল পরীক্ষার্থীরা। কিন্তু বিহারের এক দশম শ্রেণির ছাত্রী করল অদ্ভুত কাণ্ড। পরীক্ষা দিতে যাওয়ার পথে প্রেমিকের সঙ্গে বিয়ে সেরে ফেলল সে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে বিয়ে সারছে ওই ছাত্রী এবং তার প্রেমিক। সিঁথিতে সিঁদুরও পড়ানো হচ্ছে। এই ভিডিও দেখে অনেকেই চমকে গিয়েছেন। অনেকেই সেখানে মশকরাও করেছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল ২২/০২/২০২৫। যদিও ঘটনাটি বিহারের কোথাকার বা কবে ঘটেছে তা জানা যায়নি।
