আজকাল ওয়েবডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে রেলের ভুয়ো টিকিট ব্যবহার করে বিপাকে এক দম্পতি৷ জাল মাসের টিকিট অর্থাৎ সিজন পাস তৈরির অভিযোগে মুম্বইয়ে এক দম্পতিকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তেরা হলেন এক বেসরকারি ব্যাঙ্কের 'ওমেন সেলস' বিভাগের ম্যানেজার এবং তাঁর ইঞ্জিনিয়ার স্বামী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত ২৬ নভেম্বর ওই মহিলা কল্যাণ থেকে দাদারগামী একটি এসি লোকাল ট্রেনে যাচ্ছিলেন। টিকিট পরিদর্শক (টিটিই) বিশাল তুকালাম নাভলে তাঁর কাছে টিকিট দেখতে চাইলে তিনি রেলের অফিশিয়াল অ্যাপে সেটি দেখাতে পারেননি। পরিবর্তে তিনি গুগল ক্রোমে একটি লিঙ্ক খুলে পাসটি দেখান। মহিলার এহেন আচরণে টিটিই-র সন্দেহ হয়।
টিটিই সেই টিকিটের সিরিয়াল নম্বর যাচাই করতে সেন্ট্রাল রেলওয়ে হেল্পলাইনে যোগাযোগ করেন। এরপর কর্তৃপক্ষ মারফত জানতে পারেন, পাসটির মেয়াদ এ বছর ফেব্রুয়ারিতেই শেষ হয়ে গিয়েছে। আরও জানা যায়, পাসটি আদৌ তাঁর নামে ছিলোনা। তাঁর স্বামী ওমকার শর্মার নামে নথিভুক্ত ছিল। ফলস্বরূপ তাঁদের জালিয়াতি হাতেনাতে ধরা পড়ে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলার নাম গুড়িয়া ওমকার শর্মা। প্রতারণা প্রকাশ্যে আসার পর ওই দম্পতিকে আটক করা হয়। জেরায় অভিযুক্তের স্বামী ওমকার (যিনি একজন ইঞ্জিনিয়ার) জানান যে তিনি তাঁর কোডিং জ্ঞান কাজে লাগিয়েছেন। এমনকী ভুয়ো টিকিটটি তৈরি করতে তাঁরা এআই টুল ব্যবহার করেছেন। ঘটনার জেরে তাঁকে ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পাশাপাশি কল্যাণ রেল পুলিশ ওই দম্পতির বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মতো একাধিক ধারায় মামলা রুজু করেছে।
