আজকাল ওয়েবডেস্ক: জমকালো ভারতীয় বিয়ের আসর। তখন মালাবদল চলছে। অথিতিদের কেউ দাঁড়িয়ে বিয়ে দেখছেন, কেউ কেউ ফুল ছুড়ছেন নবদম্পতিকে। এইসময়ই নয়া মোড়। বিদ্যুৎ গতিতে বিয়ের মণ্ডপে পৌঁছেই অন্য এক মহিলাকে দেখা গেল বরকে ধাক্কা মেরে ফেলে দিতে। তারপরই বেধড়ক মারধোর! কী হচ্ছে এসব? হতভম্ব উপস্থিত সকলে। সম্প্রতি বিয়ের এই ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে বিয়ের আসর নির্দিষ্টভাবে কোথায় ছিল তা জানা যায়নি।

কে ওই মহিলা? জানা গিয়েছে, মারকুটে ওই মহিলা বরের বান্ধবী। ভিডিওতে দেখা যাচ্ছে যে, মারধরের পর বর টেনে দাঁড়া করাচ্ছেনও ওই মহিলা। এরপর তাঁকে কড়া ধমক দিচ্ছেন। তারপর এক পাশে টেনে নিয়ে গিয়ে ছেলেটিকে চিৎকার করে কি সব যেন বলছেন। তবে ভিডিও-তে সেই আওয়াজ স্পষ্ট নয়। আর মালা হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব চুপ করে দেখছেন কনে।

কনেপক্ষ ধাতস্থ হতেই অবশ্য মহিলাকে কারোর সঙ্গে জোরে জোরে হাত নেড়ে কথা বলতে শোনা যায়। তখন কনেও যেন কি সব বলছেন।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sonu_Goswami (@sonukumargiri396)