দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন নিধি তেওয়ারি। ২৯ মার্চ এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে নয়াদিল্লি। তাতে স্পষ্ট লেখা হয়েছে, ২০১৪ ব্যাচের আইএফএস অফিসার নিধি প্রধানমন্ত্রীর নয়া ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত হচ্ছেন।
2
8
প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর কাজের অভিজ্ঞতার ভিত্তিতেই মন্ত্রিসভার নিয়োগ কমিটি নিধির নামের পাশে সিলমোহর দেয়।
3
8
বর্তমানে নিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেপুটি সেক্রেটারি। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব পদে নবনিযুক্ত, কে এই নিধি? কী কী দায়িত্ব সামলাতে হবে তাঁকে? বেতনই বা পাবেন কত?
4
8
২০১৩ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় বারাণসীর মেহমুরগঞ্জের নিধি ৯৬ স্থান অর্জন করেছিলেন। উল্লেখ্য, নিধির বাড়ি যেখানে, ২০১৮সাল থেকে ওই বারাণসী আবার প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র।
5
8
২০২২ সালে নিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্ডার সেক্রেটারি হিসেবে যোগদান করেন। ২০২৩ সালের ৬ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডেপুটি সেক্রেটারি হিসেবে কর্মরত।
6
8
এর আগে বিদেশ মন্ত্রণালয়ে থাকাকালীন নিধি নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বিভাগে দায়িত্ব পালন করেছেন।
7
8
প্রধানমন্ত্রীর ব্যক্তিগর সচিব হিসেবে নিধি জড়িত থাকবেন একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, বৈঠক-সহ নানা কাজে।
8
8
সূত্রের খবর, এই পদে নিযুক্ত হয়ে তিনি মাসিক বেতন পাবেন ১,৪৪,২০০টাকা। এছাড়া ডিএ, ভ্রমণ ভাতা-সহ একাধিক ভাতাও পাবেন তিনি।