সোমবার একটি খবর চাউর হয়ে যায়। ভারতের টেলিকম মন্ত্রক (ডিওটি) গোপনে দেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতাদের নির্দেশ দিয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে বাজারে আসা সব নতুন ফোনে বাধ্যতামূলকভাবে সরকারি সাইবার সিকিউরিটি অ্যাপ ‘সঞ্চার সাথী’ প্রি-ইনস্টল করতে হবে, এবং এই অ্যাপ ব্যবহারকারীরা মুছে ফেলতে বা নিষ্ক্রিয় করতে পারবেন না।
2
9
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই গোপন নির্দেশ পাঠানো হয়েছে অ্যাপল, স্যামসাং, ভিভো, ওপ্পো, শাওমি-সহ একাধিক সংস্থার কাছে। অ্যাপল এই নির্দেশ মানতে রাজি নয়। কারণ নীতি অনুযায়ী অ্যাপলের সংস্থা কোনও সরকারি বা তৃতীয় পক্ষের অ্যাপ ফোন বিক্রির আগে প্রি-ইনস্টল করে না। সংস্থাগুলিকে ৯০ দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।
3
9
কেন্দ্র দাবি করেছে, জানুয়ারিতে চালু হওয়া ‘সঞ্চার সাথী’ অ্যাপটির মাধ্যমে ইতিমধ্যেই ৭ লক্ষের বেশি হারানো বা চুরি হওয়া ফোন উদ্ধার হয়েছে। শুধু অক্টোবরেই উদ্ধার হয়েছে ৫০ হাজার ফোন।
4
9
সঞ্চার সাথীর মূল বৈশিষ্ট্য হল, হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইলকে তার IMEI নম্বর ব্যবহার করে ব্লক করার ক্ষমতা। একবার ব্লক হয়ে গেলে, ডিভাইসটি সমস্ত টেলিকম নেটওয়ার্কে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এই ফাংশনটি ইতিমধ্যেই সঞ্চার সাথী পোর্টালে রয়েছে। অ্যাপটিকে এখন সরাসরি ব্যবহারকারীদের ফোনে আনতে চায় কেন্দ্র।
5
9
এই অ্যাপটি ব্যবহারকারীদের তাদের পরিচয়পত্র ব্যবহার করে কতগুলি মোবাইল নম্বর ইস্যু করা হয়েছে তা দেখার সুবিধা প্রদান করে। এটি অননুমোদিত সিম নিবন্ধনের জন্য ব্যক্তিগত নথির অপব্যবহার রোধ করার জন্য তৈরি করা হয়েছে। সাইবার অপরাধ তদন্তে বারবার এই সমস্যাটি তুলে ধরা হয়েছে।
6
9
সঞ্চার সাথীতে একটি ফোন-ভেরিফিকেশন টুল রয়েছে যা হ্যান্ডসেটের IMEI আসল না নকল না নষ্ট তা পরীক্ষা করে। এই বৈশিষ্ট্যটি নকল ডিভাইসের ব্যবহার কমাতে এবং একই IMEI ব্যবহার করে ক্লোন করা ফোন শনাক্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
7
9
এই অ্যাপটি সন্দেহভাজন জালিয়াতি, ফিশিং প্রচেষ্টা, স্ক্যাম কল এবং অযাচিত বাণিজ্যিক যোগাযোগের বিরুদ্ধে পদক্ষেপ করার বিকল্প প্রদান করে। এই রিপোর্টগুলি স্প্যাম প্যাটার্ন বিশ্লেষণ এবং সাইবার-জালিয়াতির সঙ্গে জড়িত নম্বরগুলি শনাক্ত করার জন্য DoT-এর সিস্টেমে ফিড করে।
8
9
এই নির্দেশিকা কেবল ভবিষ্যতের স্মার্টফোনের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। রিপোর্ট অনুযায়ী, DoT নির্মাতাদের প্রযুক্তিগতভাবে সম্ভব হলে সফ্টওয়্যার আপডেটের মাধ্যমে বর্তমান ডিভাইসগুলিতে অ্যাপটি চালু করতে বলেছে। এর অর্থ হল বর্তমান ব্যবহারকারীদের একটি বড় অংশ স্বয়ংক্রিয়ভাবে অ্যাপটি তাদের মোবাইলে পেতে পারেন।
9
9
কেন্দ্রের এই নির্দেশের পর থেকেই বিতর্ক চরমে উঠেছে। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এটিকে গুপ্তচরবৃত্তির অ্যাপ বলে দাবি করেছেন। নাগরিকদের গোপনীয়তার অধিকারের পক্ষে সওয়াল করেছেন তিনি। এর পাশাপাশি কেন্দ্রের প্রতিও তোপ দেগেছেন প্রিয়াঙ্কা। গোপনীয়তার সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশেষজ্ঞরাও।