চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বিরাট কোহলির ফর্ম নিয়ে তুঙ্গে ছিল সমালোচনা। বর্ডার গাভাসকার ট্রফির পর রঞ্জিতেও ব্যর্থ হয়েছিলেন বিরাট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটের ফর্ম নিয়ে চিন্তায় ছিলেন অনেকেই।
2
6
কিন্তু চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমালোচকদের চুপ করিয়ে দিয়েছে বিরাট কোহলির ব্যাট। গ্রুপ লিগে পাকিস্তানের বিরুদ্ধে শতরান এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ উইনিং ৮৪ রানের ইনিংস খেলেছেন কোহলি।
3
6
পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচ উইনিং ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়েছেন কিং কোহলি। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালেও একাধিক বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে।
4
6
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে বেশি রান রয়েছে প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের। তাঁর সংগ্রহে রয়েছে ৭৯১ রান। বিরাটের ঝুলিতে রয়েছে ৭৪৬। ফাইনালে ৪৬ রান করতে পারলেই শীর্ষে উঠে আসবেন বিরাট।
5
6
একক চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত কোনও ব্যাটার ৮০০ রান করতে পারেননি গোটা টুর্নামেন্টে। বিরাটের কাছে রয়েছে সেই সুযোগ। ফাইনালে ৫৪ রান করতে পারলেই বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে এই নজির গড়বেন বিরাট কোহলি।
6
6
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান করার সুযোগ রয়েছে বিরাটের কাছে। বর্তমানে প্রথম স্থানে ২২৭ রান করে বেন ডাকেট। দ্বিতীয় স্থানে ২২৬ রান করে রাচিন রবীন্দ্র। বিরাট কোহলি করেছেন ২১৭ রান। রাচিনকে তাড়াতাড়ি আউট করতে হবে ওপরে উঠে আসার সুযোগ রয়েছে বিরাটের কাছে।