চলতি বছরেই বিহারেই বিধানসভা নির্বাচন। আগামী বছর ভোট রয়েছে বাংলা, আসাম, কেরালা, পুদুচেরি এবং তামিলনাড়ুতে।
2
9
নির্বাচনের আগে ভোটার লিস্ট নিয়ে নয়া ডিক্লারেশন ফর্ম প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষণা করা হয়েছে বিশেষ সংশোধন কর্মসূচির কথা।
3
9
জানা গিয়েছে, সব রাজ্যের নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই ডিক্লারেশন ফর্ম সহ যাবতীয় নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।
4
9
এখন প্রশ্ন হচ্ছে, ভোট দিতে গেলে ভারতের নাগরিক হওয়া আবশ্যিক। নাগরিকত্বের প্রমাণ দিতে গেলে দেখাতে হবে নথি। অনেকেরই ধারণা আধার বা প্যান কার্ড থাকলেই হবে। আসলে কিন্তু তা নয়।
5
9
কিন্তু আধার কেবল পরিচয় এবং ঠিকানার প্রমাণ। এমন চারটি নথি রয়েছে যা দিয়ে প্রমাণ করা যায় ভারতীয় নাগরিকত্বের। এই চারটি থাকলে আপনি নিশ্চিন্ত।
6
9
জন্ম শংসাপত্র হল ভারতীয় নাগরিকত্বের অন্যতম বড় প্রমাণ। এই নথি থাকলেই আর কোনও চিন্তা নেই।
7
9
আরও এক অন্যতম বড় নাগরিকত্বের প্রমাণ হল ভারতীয় পাসপোর্ট। ভারতীয় পাসপোর্ট প্রমাণ করে যে আপনি ভারতীয় নাগরিক। এটি বিদেশ মন্ত্রকের দ্বারা জারি করা হয়।
8
9
জাতীয়তা শংসাপত্রও নাগরিকত্বের প্রমাণ। সাধারণত রাজ্য সরকার অথবা কখনও জেলাস্তরের কর্তৃপক্ষ এই শংসাপত্র জারি করে থাকে।
9
9
আরও একটা বড় প্রমাণ হল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৫ এবং ৬ ধারার অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের এই সার্টিফিকেট দিয়ে থাকে স্বরাষ্ট্র মন্ত্রক।