আজকাল ওয়েবডেস্ক: একবার দু’বার নয়, সাত-সাতবার যমের দুয়ার থেকে ফেরা, তারপর লটারি জিতে কোটিপতি! ক্রোয়েশিয়ার সঙ্গীত শিক্ষক ফ্রানে সেলাকের জীবন কাহিনি শুনলে বিশ্বাস করা কঠিন। লোকে তাঁকে বলে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। এতবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি, যেন স্বয়ং যমরাজও তাঁর কাছে হার মেনেছেন।
2
9
ট্রেন দুর্ঘটনা: সালটা ১৯৬২। ফ্রানে ট্রেনে সফর করার সময়, সেটি লাইনচ্যুত হয়ে সটান এক বরফশীতল নদীতে গিয়ে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় ১৭ জন যাত্রীর সলিলসমাধি ঘটলেও, বেঁচে যান সেলাক। হাতের হাড় ভাঙে, মারাত্মক ঠাণ্ডায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হন, কিন্তু কোনও মতে প্রাণে বেঁচে যান তিনি।
3
9
বিমান দুর্ঘটনা: ঠিক তার পরের বছর, ১৯৬৩ সালে, ঘটে আরও ভয়ঙ্কর একটি ঘটনা। ফ্রানে বিমানযাত্রার সময় মাঝ আকাশে বিমানের দরজা আচমকা খুলে যায়। সেলাক-সহ বহু যাত্রী বিমান থেকে ছিটকে পড়েন! কিন্তু আবারও রাখে হরি মারে কে! সবাই মাটিতে পড়লেও নীচে থাকা এক খড়ের গাদার উপর পড়েন ফ্রানে। এই ঘটনায় বিমানের ১৯ জন যাত্রী মারা গেলেও, সেলাক প্রায় অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান।
4
9
বাস দুর্ঘটনা: রেলপথ, আকাশপথের পর এবার সড়কপথ। ১৯৬৬ সালে বাসে করে যাওয়ার সময়, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে নদীতে পড়ে যায়। সেই ঘটনায় চারজনের মৃত্যু হলেও ফ্রানে সেলাক আবারও বেঁচে যান।
5
9
গাড়িতে বিস্ফোরণ: ১৯৭০ এবং ১৯৭৩ সালে দু-দু’বার তাঁর চলন্ত গাড়িতে আগুন লেগে যায়। কিন্তু দু’বারই বরাতজোরে গুরুতর জখম হওয়ার আগেই সেলাক গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
6
9
বাসের ধাক্কা: ১৯৯৫ সালে রাস্তাতেই তাঁকে একটি বাস এসে ধাক্কা মারে। আশ্চর্যজনক ভাবে সেই দুর্ঘটনা থেকেও তিনি রক্ষা পান। লাগেনি কোনও গুরুতর আঘাত।
7
9
খাদে পতন: ১৯৯৬ সালে একদিন নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। হঠাৎ করেই ব্রেক ফেল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি সোজা খাদে পড়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে গাড়ির দরজা খুলে ঝাঁপ দেন তিনি। গাড়ি খাদে পড়লেও একটি গাছের ডাল আঁকড়ে সে যাত্রাতেও প্রাণে বেঁচে যান সেলাক।
8
9
লটারি জয়: এতবার মৃত্যুমুখ থেকে ফিরে আসার পর, ২০০৩ সালে ভাগ্য ফের একবার তাঁর দিকে মুখ তুলে চায়। প্রায় ১১ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় তৎকালীন হিসাবে প্রায় ৫ কোটি টাকার বেশি) মূল্যের লটারি জেতেন তিনি। সেই টাকায় নিজের জন্য একটি বাড়ি আর একটি নৌকা কিনে বাকি টাকা দান করে দেন।
9
9
২০১৬ সালে ৮৭ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে মারা যান ফ্রানে সেলাক।