পৃথিবীতে ফেরার আগে ‘জিরো গ্রাভিটি পার্টি’, নাসা কি শুভাংশুদের পাতে মদ-মাংস ‘অ্যালাউ’ করল

img

রেকর্ড ভেঙেছেন, রেকর্ড গড়েছেন। প্রথম ভারতীয় হিসেবে আইএসএস-এ গিয়েছেন শুভাংশু শুক্লা। কয়েকদিন মহাকাশে কাটিয়ে, বেশকিছু পরীক্ষানিরীক্ষার শেষে পৃথিবীতে ফিরছেন।

img

তার আগেই, মহাকাশে মহাভোজ সেরেছেন তাঁরা। সেই ছবি সামনেও এসেছে। আইএএস থেকে পৃথিবীতে ফেরার আগে শুভাংশুদের ফেয়ারওয়েল অর্থাৎ বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছিল।

img

ছবি প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন, কী কী ছিল খাবারে? মহাভোজে নাসা কোন কোন খাবার পাঠাল মহাকাশচারীদের জন্য। কেউ কেউ ছবি না দেখেই প্রশ্ন করেছিলেন, মেনুতে কি মাংস, ড্রিঙ্কস রয়েছে? কেক খেলেন কি? গান চলছিল মহাভোজের সময়?

img

পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার দূরে, মহাকাশের মহাভোজে কী কী খেলেন তাহলে ? তথ্য, সেখানে রয়েছে নির্দিষ্ট নিয়ম। নিয়ম মেনেই মেনুতে নেই শ্যাম্পেন টোস্ট, নেই বুফে টেবিল এবং অবশ্যই নেই কোনও আমিষ খাবার।

img

এমনিতেই নাসা আইএসএস-এ অ্যালকোহল, আমিষ খাবার এবং যেকোনো নেশাজাতীয় দ্রব্য নিষিদ্ধ করেছে।

img

খাবারের জন্য শুধুমাত্র পূর্ব-অনুমোদিত ডিহাইড্রেটেড বা থার্মোস্টেবিলাইজড খাবারই যথেষ্ট, যা কয়েক সপ্তাহ আগে থেকে প্রস্তুত করা হয় এবং শূন্য-মাধ্যাকর্ষণ নিয়ন্ত্রণের জন্য ভ্যাকুয়াম-সিল করা থাকে। সর্বাধিক, মহাকাশচারীরা রিহাইড্রেটেড ম্যাক এবং পনিরের একটি স্ন্যাক প্যাক বা চকলেটের একটি বার নিয়ে মহাভোজ উদযাপন করতে পারেন।

img

আইএএস-এ বাতাসও পুনর্ব্যবহৃত হয়। তাই সেখানে খাবারের তীব্র গন্ধও অ্যালাউ নয়।

img

মহাকাশচারীদের সঙ্গীত বাজানোর অনুমতি রয়েছে আইএসএস-এ, তবে কেবল তখনই যদি এটি স্টেশন যোগাযোগে ব্যাঘাত না ঘটায় বা পরীক্ষা-নিরীক্ষায় ব্যাঘাত না ঘটায়।