২০২৬ সালের একদম গোড়ার দিকেই অস্ত যাবেন শনিদেব। তবে মাত্র ৪১ দিনের মধ্যে ফের উদয় হবে। তাঁর এই অস্ত যাওয়া এবং উদয় হওয়ার কারণে লাভবান হবেন কিছু রাশির জাতকেরা।
2
5
২০২৬ সালের ১৩ মার্চ, শুক্রবার অস্ত যাবেন শনি। ২২ এপ্রিল, অর্থাৎ ঠিক ৪১ দিন পর উদয় হবেন। এই কারণে ২০২৬ সালে ধন রাজযোগ তৈরি হচ্ছে কোন ৩ রাশির?
3
5
বৃষ: শনিদেব ২০২৬ সালের এপ্রিল মাসে উদয় হলেই তার গভীর প্রভাব পড়বে বৃষ রাশির জাতকদের উপর। যাঁরা ব্যবসায়ী তাঁরা বিপুল লাভের মুখ দেখবেন। কোনও বিশেষ কাজের জন্য সম্মানিত হবেন। সমাজে খ্যাতি, প্রতিপত্তি বাড়বে। পরিবারের সঙ্গে সুসময় কাটাবেন। বিনিয়োগ করলে লাভবান হবেন।
4
5
মিথুন: চাকরির ক্ষেত্রে পদোন্নতি হতে পারে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন বা চাকরি বদলের কথা ভাবছেন, তাঁরা সেই চেষ্টায় সফল হবেন। হঠাৎ ধনসম্পদ পেতে পারেন। বৃদ্ধি পাবে আয়। যাঁদের বিয়ের কথা চলছে, সেটা পাকা হতে পারে।
5
5
মকর: অতিরিক্ত আয় করার একাধিক সুযোগ পাবেন। যে কাজ হতে গিয়েও বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, সেটা এই সময় সফল হবে। জায়গা, জমিতে বিনিয়োগ করার কথা ভাবলে, করতে পারেন। প্রেম জীবন আরও সুন্দর হবে, কোনও সমস্যা, ঝামেলা চলে থাকলে সেটা মিটবে।