ভারত বৈচিত্র্যের দেশ। নানা ভাষা, নানা মত. নানা ধর্মের মানুষের বাস এখানে। নানা রীতিনীতির চল রয়েছে দেশের মধ্যে। যা এক একটি অঞ্চলের মানুষের কাছে বেশ গুরুত্বপূর্ণ।
2
8
সারা দেশের বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির মানুষের বিয়ের নিয়ম রয়েছে বিভিন্ন। দেশের কিছু অঞ্চলে এমন কিছু নিয়ম চালু রয়েছে যা চমকে দেওয়ার মতো। এরকমই এক অদ্ভুত নিয়ম চালু রয়েছে হিমাচল প্রদেশের মণিকর্ণ ঘাটের পীণী গ্রামে।
3
8
এই গ্রামে বিয়ের পর নববধূরা সাত দিন পর্যন্ত কোনও জামাকাপড় পরেন না। এই নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করেন বধূরা। গ্রামের এই নিয়ম পালনের সময় নববধূর সঙ্গে তাঁর স্বামীর কোনও রকম শারীরিক সম্পর্ক স্থাপন করেন না। আলাদা থাকেন দু'জনেই।
4
8
এই নিয়মটিকে সদ্যবিবাহিত মহিলারা সামাজিক এবং ধার্মিক কর্তব্যের মতো পালন করেন। স্বামীর মুখও দেখেন না তাঁরা।
5
8
শুধু বিয়ের পরই নয় শ্রাবণ মাসেও একই রকম নিয়ম পালন করেন মহিলারা। শ্রাবণ মাসে পাঁচ দিন কোনও কাপড় পরেন না তাঁরা।
6
8
এই সময় গ্রামের পুরুষদের নিরামিষ খাবার খেতে হয়। এমনকি সুরাও পান করা যায় না। গ্রামবাসীদের বিশ্বাস এর ফলে গ্রামের সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।
7
8
পীণী গ্রামের এই পরম্পরা বহু পুরনো। গ্রামে কথিত আছে, শয়তানের হাত থেকে গ্রামকে বাঁচাতে মহিলারা এই রীতি পালন করা শুরু করেন। যদিও আধুনিক নারীরা সম্পূর্ণ উলঙ্গ থাকেন না। তাঁদের গায়ে কাপড়ের আস্তরণ থাকে।
8
8
বছরের পর বছর ধরে পীণী গ্রামের মহিলারা এই নিয়ম পালন করে আসছেন। বাইরের দুনিয়ার কাছে এই পরম্পরা অদ্ভুত মনে হলেও গ্রামের মানুষ নিষ্ঠার সঙ্গে তা পালন করেন।