যদি হঠাৎ করে আপনার সামনে পেঙ্গুইন চলে আসে তাহলে একেবারে ভয় পাবেন না। তারা অতি সহজেই কাছে এসে মুখের দিকে তাকিয়ে থাকবে। তখন তাদের দিকে হেসে দিলেই তারা আহ্লাদে আটখানা হয়ে যাবে।
2
10
যদি পেঙ্গুইনকে দেখতে পান তাহলে তাদের প্রিয় খাবার মাছ খেতে দেবেন। যদি দেখতে পান মাছ খেতে না চাইছে তাহলে তাদেরকে শুকনো খাবার দিতে পারেন।
3
10
ঘরে যারা এই প্রাণীটিকে পুষতে চাইছেন তারা বাড়িতে একটি ছোটো পুল তৈরি করেই এদেরকে রাখতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে গরম যেন না লাগে। তাহলেই ঠিক আছে।
4
10
পেঙ্গুইন অতি সহজেই নিজেদের বংশবিস্তার করে থাকে। তিন চারটি পেঙ্গুইন যদি থাকে তাহলে সেখান থেকে ছমাসের মধ্যে প্রায় ১০ টি হয়ে যাবে।
5
10
যদি পেঙ্গুইন কাউকে ভয় পায় তাহলে তার নাম কিলার হোয়েল। এরা কাছে এলেই পড়িমড়ি করে পালাতে শুরু করে। ফলে সেই সম এরা নিজেদেরকে অসহায় মনে করে।
6
10
পেঙ্গুইন শুধু শীতের দেশকেই বেছে নেয় কারণ এদের দেহে জলের পরিমান বেশি থাকে। সেই জলকে ধরে রাখতে হলে শীত ছাড়া উপায় নেই।
7
10
শীতের দেশ থেকে পেঙ্গুইনদের কখনই গরমে নিয়ে আসা যায় না তাহলে এরা কয়েক ঘন্টার মধ্যেই মারা যাবে। গরমে তীব্র হাওয়া এদের কাছে মৃত্যুর সমান।
8
10
পেঙ্গুইন ছোটোদের সঙ্গে খেলতে পছন্দ করে থাকে। যদি হাতের কাছে ছোটোদের এরা পেয়ে যায় তাহলে ছোটোদেরকে এরা কাছছাড়া করতে চায় না। শিশুদের সঙ্গে এরা অতি সহজেই মিশে যায়।
9
10
তবে সম্প্রতি পেঙ্গুইনদের প্রজাতি খানিকটা হলেও বিপদের মধ্যে রয়েছে। যে হারে বরফ গলতে শুরু করেছে তাতে আগামী কয়েকশো বছরের মধ্যে এরা বিলুপ্ত হয়ে যেতে পারে।
10
10
পরিবেশকে বাঁচিয়ে রাখলেই এরা বেঁচে থাকবে। এই কাজ করার দায়িত্ব আমাদের সকলের। তবেই পৃথিবীতে হাসিমুখে বেঁচে থাকবে এই সুন্দর প্রাণীটি।