সাদা কালোর মিশেল। হেলেদুলে, টলমল করে হেঁটে বেড়াচ্ছে এদিক ওদিক। আপনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেও পারে। আবার আপনি পথ আটকে দাঁড়িয়ে থাকলে অপেক্ষাও করতে পারে। তুমুল ঝগড়া করে সঙ্গীদের সঙ্গে। নিখুঁত বাসা বাঁধে, সাঁতরে বেড়ায়।
2
9
এদিকে এক জায়গায় তাদের উপরেই শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। জানেন, বিশ্বের কোথায় গেলে দেখা মিলবে পেঙ্গুইনদের?
3
9
বোল্ডার্স বিচ, সাইমনস টাউন- দক্ষিণ আফ্রিকার এই জায়গা নাকি পেঙ্গুইনদের ছবি তোলার সবচেয়ে সুন্দর জায়গা। আধুনিক সময়ে যাকে বলা হয় ইন্সটাগ্রামেবল জায়গা।
4
9
কেপ টাউন থেকে মাত্র ৪৫ মিনিট দূরের এই জায়গা। বোল্ডার্স বিচে বিশাল গ্রানাইট পাথরের মধ্যে বাস করে তারা, আড্ডা দেয় সমুদ্র সৈকতে। মার্চ থেকে মে কিংবা সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে গেলে ব্যাপকহারে দেখা মিলবে তাদের।
5
9
আইচো দ্বীপপুঞ্জ- অ্যান্টার্কটিকার এই সৈকতে গ্রীষ্মের সময়ে ভিড় থাকে জেন্টু এবং চিনস্ট্র্যাপ পেঙ্গুইনদের। যদিও এদের দেখার সেরা সময় বলে মনে করা হয় ডিসেম্বর থেকে জানুয়ারির সময়কালকে।
6
9
সেন্ট অ্যান্ড্রুজ বে, দক্ষিণ জর্জিয়া- দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট অ্যান্ড্রুজ বে দেখতে এমনিতেই কোনও পোস্ট কার্ড ফটোর থেকে কম নয়। সেখানে প্রায় দেড় লক্ষের বেশি পেঙ্গুইন জোড়া বসবাস করে। ভ্রমণ করার উপযুক্ত সময় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি।