বিজ্ঞানের দৌলতে এবার বিপ্লব আসতে পারে ফ্যাশন দুনিয়ায়। চামড়ার তৈরি ব্যাগপত্র কিনতে পছন্দ করেন অনেকেই। কিন্তু তাই বলে ডাইনোসরের চামড়া? হ্যাঁ, এবার নাকি সম্ভব হবে তাও।
2
19
প্রায় ৭ কোটি বছর আগে পৃথিবীর মাটি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে ডাইনোসর। অথচ এবার সেই ডাইনোসরের চামড়া দিয়েই ব্যাগ তৈরির পরিকল্পনা করেছে একটি সংস্থা!
3
19
ইংল্যান্ডের নিউক্যাসলের ‘ভিএমএল’ নামের একটি সংস্থা জুটি বেঁধেছে ‘ল্যাব গ্রোন লেদার লিমিটেড’ নামের একটি সংস্থার সঙ্গে। দুই সংস্থার লক্ষ্য ডাইনোসরের জিনগত উপাদান থেকে ডাইনোসরের চামড়া তৈরি করা।
4
19
১৯৮৮ সালে আমেরিকার মন্টানা থেকে টিরানোসরাস রেস্ক বা টি-রেক্স এর ফসিল বা জীবাশ্ম পাওয়া গিয়েছিল। দুই সংস্থা সেই জীবাশ্ম থেকে কোলাজেন প্রোটিনের উপাদান সংগ্রহ করবে।
5
19
বিজ্ঞানীরা এই কোলাজেন থেকে কৃত্রিম উপায়ে সম্পূর্ণ প্রোটিন তৈরি করবেন। ল্যাবরেটরিতে প্রস্তুত বিশেষ ভাবে তৈরি কোষের মধ্যে মিশিয়ে দেওয়া হবে এই প্রোটিন। তারপর সেই উপকরণ ব্যবহার করেই তৈরি হবে চামড়া।
6
19
‘ল্যাব গ্রোন লেদার লিমিটেড’-এর কর্ণধার থমাস মিচেল এর বক্তব্য, “আমরা কীভাবে অত্যাধুনিক জিনোম এবং প্রোটিন ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করে নতুন ধরনের জিনিস তৈরি করতে পারি, এই প্রজেক্ট তারই জ্বলন্ত উদাহরণ।”
7
19
একই দাবী লাক্সারি ব্র্যান্ড ‘ভিএমএল’-এর কর্তাদেরও। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ধরনের উদ্যোগ পৃথিবীতে এই প্রথম। উদ্ভাবনী ভাবনা এবং অত্যাধুনিক বায়োটেকনোলজির সমন্বয়ে এই কাজ এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে দাবি সংস্থার এক কর্তার।
8
19
কবে বাজারে আসবে এই ডাইনোসরের চামড়ার তৈরি ব্যাগ? সংস্থার আশা, সব কিছু ঠিকঠাক চললে ২০২৫ সালের শেষেই বাজারে আসবে এই বিলাসবহুল ব্যাগের সম্ভার।
9
19
প্রসঙ্গত, হলিউড ছবি জুরাসিক পার্ক-এর দৌলতে অনেকেই জানেন টি-রেক্স এর কথা। তবে বিজ্ঞানীদের দাবি, ছবিতে যেমন দেখানো হয়েছে তেমন নয়। বরং মাংসাশী এই ডাইনোসর কিছুটা পাখির মতো দেখতে ছিল।
10
19
টিরানোসরাস নামটি এসেছে একটি লাতিন শব্দ থেকে। যার অর্থ “স্বৈরাচারী টিকটিকি রাজা’।
11
19
৮.৩ কোটি বছর আগে থেকে ৬.৬ কোটি বছর পর্যন্ত বর্তমান উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকায় রাজত্ব করত এই ডাইনোসর। বিজ্ঞানের ভাষায় এই সময়কালের নাম ক্রেটাসিয়াস যুগ।
12
19
বিজ্ঞানীদের দাবি, দৈর্ঘ্যে টি-রেক্স প্রায় ৪০ ফুট বা ১২ মিটারের কাছাকাছি হত। লম্বায় ছিল ১২ ফুট বা ৪ মিটার।
13
19
এখনও পর্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫০ টি টি-রেক্স-এর জীবাশ্ম খুঁজে পেয়েছেন গবেষকরা।
14
19
বিজ্ঞানীদের ধারণা সে সময় পৃথিবীতে যত প্রাণী ছিল তাঁর মধ্যে এই টিরানোসরাস-এর কামড়ের জোরই ছিল সবচেয়ে বেশি।
15
19
ফসিলের আকৃতি দেখে বিজ্ঞানীদের ধারণা স্ত্রী টিরানোসরাস আকৃতিতে পুরুষের তুলনায় বেশি বড় হত। পাশাপাশি শিকারেও বেশি পারদর্শী ছিল স্ত্রী টিরানোসরাস।
16
19
টি-রেক্সের মুখে ৫০ থেকে ৬০টি কলার মতো লম্বা দাঁত থাকত। এক এক কামড়ে প্রায় ১০০ কিলোগ্রাম মাংস খুবলে নিত এই দৈত্য রাজা।
17
19
ব্যাগ প্রস্তুতকারী সংস্থার আশা, এহেন টি-রেক্স-এর চামড়া থেকে তৈরি ব্যাগ অনেক বেশি টেকসই হবে। প্রজেক্ট সফল হলে শুধু ব্যাগ নয়, গাড়ির সিট তৈরিতেও ব্যবহৃত হবে এই কৃত্রিম চামড়া।
18
19
তবে চমকের পাশাপাশি আরও একটি দিক রয়েছে ডাইনোসরের চামড়ার তৈরি ব্যাগ গড়ার নেপথ্যে। সংস্থার দাবি তারা এর মাধ্যমে পরিবেশ নিয়ে সচেতনতার বার্তাও দিতে চান।
19
19
এমনিতেই চামড়ার জিনিস ব্যবহার করা নিয়ে অনেকের আপত্তি রয়েছে। কারণ এর সঙ্গে প্রাণীহত্যার যোগ খুঁজে পান তাঁরা। নতুন এই প্রযুক্তিতে পশু নিধন না করেই চামড়ার জিনিস তৈরি করা যাবে। কাজেই এই ব্যাগ ব্যবহার করতেও পারবেন পরিবেশপ্রেমীরাও।