আগামী কয়েকদিনে দক্ষিণ ভারত, পূর্ব ভারত, মধ্য ভারত এবং পশ্চিম ভারতের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, ১৬ অক্টোবর থেকে আগামী সোমবার ২০ অক্টোবর পর্যন্ত তামিলনাড়ুতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার ২১ অক্টোবর পর্যন্ত কেরল ও মাহেতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা এবং লাক্ষাদ্বীপেও আজ ও আগামিকাল শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2
7
আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গেও। শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। বিদায়ের আগে বর্ষার মরণ কামড় পড়তে চলেছে উপকূলবর্তী এলাকাগুলিতেই।
3
7
এসবের মাঝেই সামনে এসেছে হাওয়া অফিসের আরও এক আপডেট। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ১৫ অক্টোবরের পর, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে একদিন পর বৃহস্পতিবার সমগ্র দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। অর্থাৎ, আর প্রবল বৃষ্টি, তুমুল ঝড়ের আশঙ্কা রইল না।
4
7
একই সময়ে, উত্তর-পূর্ব মৌসুমী বায়ু তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকাল, উপকূলীয় অন্ধ্র প্রদেশ, রায়লসীমা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক এবং কেরল-মাহেতে প্রবেশ করেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
5
7
চলতি বছর, বর্ষা ২৪শে মে কেরালায় পৌঁছয়। ২০০৯ সালে বর্ষা দেশে এসেছিল মে মাসের ২৩ তারিখ। তারপর মাঝের বছরগুলিতে এত দ্রুত বর্ষা প্রবেশ করেনি। ৮ জুলাই, স্বাভাবিক সময়ের ন'দিন আগে এবার সমগ্র দেশে বর্ষার তাণ্ডব শুরু হয়।
6
7
সাধারণত ১ জুনের মধ্যে কেরলে বর্ষা শুরু হয় এবং ৮ জুলাইয়ের মধ্যে সমগ্র দেশ জুড়ে ছড়িয়ে পড়ে।
7
7
বর্ষা সাধারণত ১৭ সেপ্টেম্বর থেকে উত্তর-পশ্চিম ভারত থেকে সরে যেতে শুরু করে এবং ১৫ অক্টোবরের মধ্যে সম্পূর্ণরূপে দেশ থেকে বিদায় হয় বর্ষার।