দেশ থেকে বর্ষা প্রায় বিদায় নেওয়ার মুখে। তবে বাংলা সহ দেশের বিভিন্ন অংশে বর্তমানে বৃষ্টি অব্যাহত রয়েছে। মৌসম ভবন কোথাও হলুদ বা কোথাও কমলা সতর্কতা জারি করেছে। সম্প্রতি, উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি হয়েছিল।
2
7
এখন প্রশ্ন হচ্ছে, নিত্যদিনই আবহাওয়া দপ্তরের তরফে এই যে সতর্কবার্তা দেওয়া হয় এর অর্থ জানেন না অনেকেই। কোন পরিস্থিতিতে কী ধরনের সতর্কতা জারি করা হয় সেটাই তুলে ধরা হবে এই প্রতিবেদনে।
3
7
লাল সতর্কতা, হলুদ সতর্কতা এবং কমলা সতর্কতা প্রত্যেকটির নিজস্ব অর্থ রয়েছে। আগেভাগে এই সতর্কবার্তা জারি করার অর্থ যাতে সাধারণ মানুষ আচমকাই বিপদের সম্মুখীন না হয়ে পড়েন।
4
7
প্রথমে আসা যাক হলুদ সতর্কতার প্রসঙ্গে। আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করার অর্থ মানুষ জনকে ন্যূনতম সতর্ক হতে বলা। হলুদ সতর্কতার ক্ষেত্রে প্রত্যেকের আবহাওয়ার দিকে নজর রাখআ জরুরি।
5
7
আবহাওয়া আর একটু খারাপের দিকে গেলে কমলা সতর্কতা জারি করা হয়। কমলা সতর্কতা জারি করলে ভ্রমণ এড়িয়ে যাওয়া উচিত আমজনতার। কমলা সতর্কতা জারি করলে আবহাওয়া দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয় অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোতে।
6
7
ঘূর্ণিঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির ক্ষেত্রে লাল সতর্কতা জারি করা হয়। ভারী ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকলে আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি করে।
7
7
এই ধরনের সতর্কতা যে শুধু বৃষ্টির ক্ষেত্রেই দেওয়া হয় তা কিন্তু নয়। গরমকালে তাপপ্রবাহের ক্ষেত্রে এবং শীতকালে শৈত্যপ্রবাহের ক্ষেত্রেও লাল, হলুদ এবং কমলা সতর্কতা জারি করে থাকে হাওয়া অফিস।