হেঁশেলের রসুনেই আরশোলার সর্বনাশ! ঘরোয়া টোটকা জানলেই উপদ্রব থেকে মুক্তি
নিজস্ব সংবাদদাতা
১৬ নভেম্বর ২০২৫ ১৮ : ০৭
শেয়ার করুন
1
6
বাড়িতে যদি আরশোলার উপদ্রবে বিরক্ত হয়ে থাকেন, তাহলে আর দুশ্চিন্তার প্রয়োজন নেই। কিছু সহজ ঘরোয়া উপায় মেনে চললেই অবাঞ্ছিত পোকামাকড় থেকে মুক্তি পাওয়া সম্ভব। আরশোলা বেশি দেখা যায় রান্নাঘর, সিঙ্কের কোণা এবং খাবারের আশপাশে, যা সংক্রমণ ও নানা অসুখের ঝুঁকি বাড়িয়ে দেয়। তবে রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ জিনিস ব্যবহার করেই সহজে আরশোলা তাড়ানো যায়। জেনে নিন কার্যকরী পদ্ধতিগুলি।
2
6
বোরিক অ্যাসিড পাউডার এবং চিনি: দু’চামচ বোরিক অ্যাসিড পাউডারের সঙ্গে দু’চামচ চিনি মিশিয়ে মিক্সিতে হালকা গুঁড়ো করে নিন। এই মিশ্রণটি বাড়ির সেই সব জায়গায় ছড়িয়ে দিন, যেখানে আরশোলা বেশি দেখা যায়। মিষ্টির গন্ধে আকৃষ্ট হয়ে আরশোলা এটি খেয়ে ফেলবে এবং কয়েক দিনের মধ্যেই মারা যাবে
3
6
বোরিক অ্যাসিড এবং জল: দু’চামচ বোরিক অ্যাসিডে অল্প জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার ছোট ছোট ১০-১২টি বল বানিয়ে রান্নাঘর বা সিঙ্কের কাছে রাখুন। এটি খুব সহজ ও অত্যন্ত কার্যকর একটি উপায়।
4
6
লেবুর স্প্রে: একটা বড় লেবুর রস বার করে স্প্রে বোতলে ভরে নিন। আরশোলা যেখানে দেখা যায় সেই কোণাগুলোতে এই রস স্প্রে করুন। লেবুর তীব্র গন্ধে আরশোলা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
5
6
রসুন এবং জল: দু’তিনটি রসুন কুচি করে অল্প জল মিশিয়ে নিন। এই মিশ্রণটি ছোট বাটিতে ভরে বাড়ির সেই সব জায়গায় রাখুন, যেখানে আরশোলা বেশি আসে। রসুনের তীব্র গন্ধ আরশোলা তাড়াতে সাহায্য করে।
6
6
এই ঘরোয়া উপায়গুলো নিয়মিত ব্যবহার করলে আপনার বাড়ি থেকে আরশোলা প্রায় সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। তবে মনে রাখবেন—বোরিক অ্যাসিডের মিশ্রণ শিশু ও পোষ্যের বাইরে রাখবেন।