সৌন্দর্য্যের নিরিখে কোনও মডেল বা নায়িকার চেয়ে কোনও অংশে কম যান না কাব্য মারান। সানরাইজার্স হায়দ্রাবাদ ক্রিকেট দলের অন্যতম মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্যর রূপ ও গুণে মজেছে আসমুদ্রহিমাচল। কিন্তু শুধু সানরাইজার্স হায়দ্রাবাদের কর্মকর্তাই নন, এর বাইরেও অনেকগুলি পরিচয় রয়েছে তাঁর। কে তিনি? কেমন তাঁর জীবনযাত্রা?
2
8
কাব্য মারানের জন্ম ১৯৯১ সালের ৩ নভেম্বর চেন্নাইতে। তিনি প্রভাবশালী মারান পরিবারের সদস্য। তাঁর বাবা কালানিথি মারান সান টিভি নেটওয়ার্ক গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা, যা এশিয়ার অন্যতম বৃহত্তম মিডিয়া নেটওয়ার্ক। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির নাতনি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং ডিএমকে নেতা দয়ানিধি মারানের ভাইজি কাব্য।
3
8
কাব্য চেন্নাইয়ের স্টেলা মেরিস কলেজ থেকে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ইংল্যান্ডে যান এবং ওয়ারউইক বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।
4
8
এমবিএ শেষ করার পর কাব্য পারিবারিক সান গ্রুপে যোগ দেন। তিনি সান টিভি নেটওয়ার্ক এবং সান মিউজিক-সহ সান গ্রুপের বিভিন্ন এফএম চ্যানেলের কাজকর্ম তত্ত্বাবধানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০১৮ সালে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দ্রাবাদের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তখন থেকেই তিনি দলের কৌশল নির্ধারণ, খেলোয়াড় নির্বাচন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
5
8
ক্রিকেটের প্রতি তাঁর প্রবল আগ্রহ রয়েছে, প্রায়শই তাঁকে স্টেডিয়ামে দলকে উৎসাহ দিতে যেতে দেখা যায়। অল্প মেক আপ, ন্যূনতম গয়না এবং অত্যন্ত সাধারণ ও মার্জিত পোশাকে তাঁকে দেখতে অভ্যস্ত ভক্তরা। তবে ভক্তদের মনে দোলা দিলেও কাব্য কিন্তু মিডিয়ার সামনে ধরা দেন না সহজে।
6
8
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-এ কাব্য মারানের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় ৪০৯ কোটি টাকা। এছাড়াও, মারান পরিবারের সম্মিলিত সম্পত্তির পরিমাণ ১৯,০০০ কোটি টাকার বেশি। কাব্য অল্প বয়সেই ব্যবসায়িক জগতে নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন।
7
8
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী কাব্য মারানের গ্যারেজে রয়েছে বিএমডব্লিউ আই সেভেন, রোলস রয়েস ফ্যান্টম এইট, ফেরারি রোমা এবং বেন্টলির বেনতাগ্যা ইডব্লিউবি-র মতো বিলাসবহুল গাড়ি। গাড়িগুলি দাম যথাক্রমে ২.৫ কোটি, ১২.২ কোটি, ৪.৫ কোটি এবং ৬ কোটি টাকা।
8
8
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেন না কাব্য। এড়িয়ে চলেন পাপারাজ্জিকেও। একবার গুজব উঠেছিল, তারকা ক্রিকেটার ঋষভ পন্থের উপর নাকি মন মজেছে তাঁর। তবে সত্যতা প্রমাণিত হয়নি। দক্ষিণী সঙ্গীতশিল্পী ও কোলাভেরি ডি গানের সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। তবে এক্ষেত্রেও সরকারি ভাবে কেউই কিছু স্বীকার করেননি।