গরম ধীরে ধীরে দাপট দেখাতে শুরু করেছে। ঘরে বাইরে স্বস্তি নেই কোথাও! এই সময় সব থেকে বেশি চলে এসি, ফ্যান, ফ্রিজ! আর গরম কাল মানেই কাঁড়ি কাঁড়ি টাকার ইলেকট্রিক বিল!
2
10
বিদ্যুতের বিল দিতে ঘাম ছুটে যায়! কিন্তু জানেন কী সহজ কয়েকটি উপায়ে এসি, ফ্যান সারাক্ষণ চালালেও বাড়বে না বিদ্যুতের বিল!
3
10
প্রথমেই মাথায় রাখতে হবে যে কোনও বৈদ্যুতিক জিনিস যখন দোকান থেকে কিনবেন তা যেন ফাইভ স্টার দেওয়া যন্ত্র হয়ে! এই সব প্রোডাক্টে বিদ্যুতের বিল কম ওঠে।
4
10
বাড়ির সব ইলেকট্রনিক জিনিস যেমন এসি, ফ্যান, চিমনি, ওয়াটার মেশিন, ফ্রিজ সব কিছু সার্ভিসিং করাতে হবে সময় মেনে! এতে বিদ্যুত কম পোড়ে, সেই সঙ্গে জিনিস বেশি দিন ভাল থাকে।
5
10
এসি চালানোর সময় মাথায় রাখুন এই বিষয়! এসির তাপমাত্রা সব সময় ২৪ থেকে ২৭-এর মধ্যে রাখুন! এই তাপমাত্রায় রেখে সিলিং ফ্যান চালান। ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে!
6
10
এসিতে টাইমার সেট করুন! যাতে ঘর ঠান্ডা হয়ে গেলে একটা সময় পর নিজে থেকে এসি বন্ধ হয়ে যায়! টানা এসি চালাবেন না!
7
10
এসি রিমোট দিয়ে বন্ধ করুন! তারপর ইলেকট্রিক সুইচ অর্থাৎ এসির সুইচ অফ করতে হবে! এতেও বিল কম উঠবে।
8
10
ফ্রিজের ক্ষেত্রে একটা তাপমাত্রা ফিক্সড করে রাখুন। অটো অফ অপশন থাকলে সেটাতে দিয়ে রাখুন। না থাকলে দিনের কিছু সময় ফ্রিজ বন্ধ রাখুন। এতেও কম বিল উঠবে। সেই সঙ্গে ফ্রিজ বেশি দিন ভাল থাকবে!
9
10
গরমে সারাদিন এসি বা ফ্রিজ চালিয়ে রাখবেন না। সারাদিনে সময় মেনে চালিয়ে রাখুন। তাতে এসি-ফ্রিজ ভাল থাকবে। বিলও কম হবে।
10
10
যদি লোডশেডিং হয়ে যায় তাহলে তখনই এসি বা ফ্রিজের সুইচ বন্ধ করতে ভুলবেন না। যখন ফের কারেন্ট আসবে তখন সেখানে সরাসরি ধাক্কা লাগবে না। দেখবেন গরম কালে এসি, ফ্যান, ফ্রিজ চালিয়েও বিদ্যুতের বিল এক ধাক্কায় অনেকটা কমে যাবে! ভাবতেও পারবেন না!