কিষাণ বিকাশ পত্র (কেভিপি) প্রকল্প: এটি হল পোস্ট অফিসের অন্তর্গত একটি নিশ্চিত-রিটার্ন প্রকল্প। এই প্রকল্পের অধীনে আপনি ৯ বছর ৭ মাসে আপনার টাকা দ্বিগুণ করতে পারেন।
2
8
কিষাণ বিকাশ পত্র সুদের হার: এই প্রকল্পে বার্ষির ৭.৫ শতাংশ সুদের হার পাওয়া যায়। সুদের হার প্রতি বছর বৃদ্ধি পায়।
3
8
কিষাণ বিকাশ পত্রে কারা বিনিয়োগ করতে পারেন? ১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনও ভারতীয় নাগরিক এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।
4
8
বাবা-মা কি তাঁদের সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন? হ্যাঁ, বাবা-মা কিষাণ বিকাশ পত্র প্রকল্পের জন্য তাঁদের সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন।
5
8
যৌথ অ্যাকাউন্ট: আপনি এই প্রকল্পে সর্বোচ্চ তিনজন প্রাপ্তবয়স্কের জন্য একটি যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন।
6
8
কিষাণ বিকাশ পত্র প্রকল্পে কীভাবে বিনিয়োগ করবেন? এই স্কিমে বিনিয়োগ করার জন্য একজন ব্যক্তিকে নিকটতম পোস্ট অফিসে যেতে হবে, 'কিষাণ বিকাশ পত্র' ফর্ম পূরণ করতে হবে এবং কেওয়াইসি নথি (যেমন- আধার এবং প্যান কার্ড) জমা দিতে হবে। টাকা জমা হয়ে গেলে, বিনিয়োগের প্রমাণ হিসেবে একটি কিষাণ বিকাশ পত্র সার্টিফিকেট দেওয়া হবে।
7
8
সর্বনিম্ন এবং সর্বোচ্চ বিনিয়োগ: এই প্রকল্পে বিনিয়োগের জন্য সর্বনিম্ন ১,০০০ টাকা প্রয়োজন। বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই।
8
8
কিষাণ বিকাশ পত্র প্রকল্পে ১,০০,০০০ টাকা বিনিয়োগ: তাহলে মেয়াদপূর্তিতে আপনি ২ লক্ষ টাকার তহবিল অর্জন করতে পারবেন।