অভিনেতা চাঙ্কি পাণ্ডে সম্প্রতি তাঁর কেরিয়ারের শুরুর দিকের এক দারুণ মজার ঘটনা ভাগ, যা তাঁর প্রথম ছবিতে সুযোগ পাওয়ার পথ খুলে দিয়েছিল। প্রযোজক পাহলাজ নিহালানির সঙ্গে তাঁর অপ্রত্যাশিতভাবে দেখা হয়েছিল একটি শৌচালয়ে! আর সেখান থেকেই শুরু হয় তাঁর বলিউড যাত্রা।
2
7
কাজল এবং টুইঙ্কল খান্নার শো 'টু মাচ'-এ এসে চাঙ্কি পাণ্ডে ও অভিনেতা গোবিন্দা তাঁদের কেরিয়ারের নানা গল্প তুলে ধরেন। সেখানেই চাঙ্কি জানান, তাঁর অভিনয়ে আসার ইচ্ছ থাকলেও পরিবারে কেউ সেই জগতে ছিলেন না। অভিনেতা হওয়ার জন্য তিনি চার-পাঁচ বছর ধরে কঠিন সংগ্রাম করেছেন। তবে তাঁর জীবনের মোড় ঘুরে যায় এক অপ্রত্যাশিত ঘটনায়।
3
7
তিনি বলেন, "একদিন শৌচালয়ে আমার পাহলাজ নিহালানির সঙ্গে দেখা হয়। আমার কেরিয়ার সেখানেই শুরু! পাহলাজ গোবিন্দাকে নিয়ে 'ইলজাম'-এর মতো সুপারহিট ছবি করেছিলেন। কিন্তু আমি যখন শৌচালয়ে তাঁর সঙ্গে দেখা করি, তখন তাঁকে চিনতাম না। সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না, তাই কে, দেখতে কেমন, তা অনেকেই জানত না।"
4
7
এরপর তিনি জানান, শৌচালয়ে তাঁর ট্রাউজারের দড়ি এমনভাবে গিঁট বেঁধে গিয়েছিল যে তিনি সেটি খুলতে পারছিলেন না। তিনি সাহায্য চাইছিলেন, আর ঠিক সেই সময় পাহলাজ নিহালানি এগিয়ে এসে তাঁকে সাহায্য করেন। পাহলাজ নিহালানির সাহায্যে দড়ি খুলে যাওয়ার পর চাঙ্কি তাঁকে জিজ্ঞাসা করেন, তিনি কী করেন? জবাবে পাহলাজ নিজের নাম জানান এবং বলেন যে তিনি একজন প্রযোজক।
5
7
চাঙ্কি প্রথমে অবাক হয়ে যান এবং নিজেকে পরিচয় দিয়ে বলেন, "আমার নাম চাঙ্কি পাণ্ডে, আর আমি সিনেমায় কাজ করতে চাই।" পাহলাজ তাঁর অদ্ভুত নাম শুনে চমকে গিয়েছিলেন। তবে পরের দিন চাঙ্কিকে নিজের বাড়িতে দেখা করতে বলেন। ওই ঘটনার কথা মনে করে চাঙ্কি পাণ্ডে হাসতে হাসতে বলেন, "পরের দিন আমি তাঁর সঙ্গে দেখা করি এবং ওই দিনই আমার প্রথম ছবির সুযোগ হয়।"
6
7
চাঙ্কি প্রথমে অবাক হয়ে যান এবং নিজেকে পরিচয় দিয়ে বলেন,
7
7
এই অপ্রত্যাশিত সাক্ষাতের ফলেই চাঙ্কি পাণ্ডে ১৯৮৭ সালে পাহলাজ নিহালানি প্রযোজিত 'আগ হি আগ' ছবিতে অভিনয় করার সুযোগ পান, যা তাঁর বলিউড কেরিয়ারের সূচনা করে।