ব্রিটেনের একটি চিড়িয়াখানায় সম্প্রতি এক অদ্ভুত ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘিরে সাহেব মুলুকে রীতিমতো শোরগোল। একদল তোতাপাখি একসঙ্গে পর্যটকদের লক্ষ্য করে অশ্রাব্য গালিগালাজ শুরু করে! শুধু গালাগালি দিয়েই তারা ক্ষান্ত হয়নি। জানা গিয়েছে এক জন গালি দিলে দলের বাকিরা খিলখিল করে হেসে উঠত।
2
8
চিড়িয়াখানা কর্তৃপক্ষ শেষমেশ এই 'অসভ্য' পাখিগুলিকে পর্যটকদের থেকে আলাদা করে দিতে বাধ্য হয়েছেন। এই মজার ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে।
3
8
খবর অনুযায়ী এই ঘটনার মূলে ছিল পাঁচটি আফ্রিকান গ্রে প্যারট। তাদের নাম- বিলি, এরিক, টাইসন, জেড এবং এলসি।
4
8
বিভিন্ন মানুষেরা তাদের এই চিড়িয়াখানায় নিয়ে এসেছিল। একসঙ্গে কোয়ারেন্টাইনে ছিল পাখিগুলি। অনুমান করা হচ্ছে, এখানে আসার পরই তারা একে অপরের থেকে দ্রুত গালাগালি ও অশ্লীল শব্দ শিখে ফেলে।
5
8
খাঁচায় ছাড়ার ২০ মিনিটের মধ্যেই তারা দর্শকদের উদ্দেশে খারাপ কথা বলতে শুরু করে। চিড়িয়াখানার কর্মীরা দেখেন, একটি পাখি খারাপ কথা বললেই বাকিরা একসঙ্গে হেসে উঠত। এরপর বাকিরা আরও এই কাজ করতে উৎসাহিত করত।
6
8
যদিও বেশিরভাগ দর্শকই তোতাদের এই কাণ্ডে হেসে গড়িয়ে পড়ছিলেন। এমনকী কেউই এর জেরে অভিযোগ করেননি। তবুও ছোটদের কথা ভেবে কর্তৃপক্ষ কঠিন সিদ্ধান্ত নেন। শিশুদের সামনে এমন ভাষা চলতে পারে না, এমনটাই জানান কর্তৃপক্ষ।
7
8
বর্তমানে এই পাঁচ 'বেয়াদপ' পাখিকে তৎক্ষণাৎ সরিয়ে চিড়িয়াখানার বিভিন্ন প্রান্তে আলাদা আলাদা খাঁচায় রাখা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছেন, তারা অন্য তোতাদের সঙ্গে মিশে তাদের এই 'বদভ্যাস' ভুলে যাবে।
8
8
পাশাপাশি কর্তৃপক্ষ এখন প্রমাদ গুনছেন, যদি এই পাঁচজন তাদের নতুন সঙ্গীদেরও অশ্লীল ভাষা শিখিয়ে দেয়, তবে কী হবে!