নিজস্ব সংবাদদাতা: সমাজমাধ্যমে বরাবরই আলোচনার শীর্ষে থাকেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। তবে এবার তিনি শিরোনামে শুধুই একজন অভিনেত্রী হিসেবে নন—একজন সফল প্রযোজক, সংগঠক এবং এক সাহসী স্বপ্নদ্রষ্টা হিসেবে। এই মুহূর্তে ফেসবুকে চোখ রাখলেই তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেড’-এর বিশাল মাপের অনুষ্ঠান— ‘স্টারলাইট অনন্য সম্মান ২০২৫ - সিজন ২’র কথা ।
একটা সময় ছোট পরিসরে শুরু করা পায়েলের এই প্রতিষ্ঠান আজ কলকাতার শীর্ষ তিনটি বৃহৎ অনুষ্ঠানের মধ্যে জায়গা করে নিয়েছে। এবং তার একমাত্র কারণ—পায়েলের অদম্য পরিশ্রম, দৃঢ় মানসিকতা এবং এগিয়ে চলার সাহস। তবে পায়েলের এই পথচলা কখনওই মসৃণ ছিল না। একের পর এক সমালোচনা, বাধা-বিপত্তি, সমাজের কটূক্তি—সব কিছুকে পাশ কাটিয়ে পায়েল গড়ে তুলেছেন নিজস্ব এক পরিচয়।
তাঁর পাশে ছিলেন একঝাঁক নিবেদিতপ্রাণ সহকর্মী— প্রিয়া সরকার (Senior Content Writer), শ্রীকান্ত বধুক (Board-in-Charge), সুদীপা চ্যাটার্জি (Female Head Crew), সাহিল মল্লিক (Male Head Crew), কবিতা মণ্ডল (Technical Head), Board Member নিখিল দাস ও Crew Member সঞ্জীব দাস এবং আরও অনেকে। পায়েলের কথায়, "আমার সংস্থার প্রতিটি অর্জন আমি আমার দলের সঙ্গে ভাগ করে নিই। কারণ ওরা না থাকলে আজকের এই ব্র্যান্ডও গড়ে উঠত না।"
এবার আসছে বাংলা জগতের ‘সবচেয়ে বড়’ ইভেন্ট। আগামী ২১শে জুন, শনিবার রবীন্দ্র তীর্থ, রাজারহাট নিউটাউনে অনুষ্ঠিত হতে চলেছে স্টারলাইট অনন্য সম্মান ২০২৫– সিজন ২, যেখানে শুধু বাংলাই নয়, সমগ্র ভারত থেকে অতিথিরা হাজির হচ্ছেন। অনুষ্ঠানে আসছেন টেলিভিশন এবং সিনেমা জগতের জনপ্রিয় তারকারা,থাকছেন বিখ্যাত গায়ক-গায়িকারা। উপস্থিত থাকবেন উচ্চপদস্থ মন্ত্রী, সাংসদ, বিধায়ক, নগরপাল সহ বিভিন্ন দপ্তরের বিশিষ্টজনেরা।
এছাড়াও, এই অনুষ্ঠান গড়ছে এক অনন্য নজির। সমাজে অবহেলিত অথচ প্রতিভাবান কিছু মানুষকে মঞ্চে তুলে এনে তাঁদের হাতে তুলে দেওয়া হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর্থিক সাহায্য ও সম্মাননা। সহজ কথায়, এই এই ২১শে জুন, স্টারলাইটের মঞ্চ জ্বলবে নক্ষত্রে। তাই, স্টারলাইট অনন্য সম্মান" শুধুই একটা ইভেন্ট নয়,টা এক আবেগ, এক অনুপ্রেরণা, এক সম্মাননামূলক যাত্রা, যার পেছনে রয়েছেন এক সাহসী মেয়ে—পায়েল মিঠাই সরকার।
তাই আর দেরি নয়— আপনার ক্যালেন্ডারে টুকে রাখুন ২১শে জুন। চোখের সামনে সাক্ষী থাকুন বাংলা জগতের সবচেয়ে গর্বের মুহূর্তে।
