সংবাদসংস্থা মুম্বই: "টুয়েলভথ ফেল" অভিনেতা জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য! অন্তত নেটপাড়ার দাবি তেমনই। শুধু তাই নয়, "টুয়েলভথ ফেল" পরিচালকও সেই পুরস্কারের যোগ্য। সেই মর্মেই সরব হয়েছে নেটপাড়া।
চলচ্চিত্র নির্মাতা বিধু বিনোদ চোপড়ার "টুয়েলভথ ফেল" ২৭ অক্টোবর, ২০২৩ মুক্তি পেয়েছে। ছবিটি দর্শকদের কাছ থেকে ভালবাসা এবং প্রশংসা পেয়েছে। বিক্রান্ত ম্যাসির অভিনয় মন ছুঁয়েছে অনুরাগীদের। ছবির গল্প, কাস্ট সকলেই এই মুহূর্তে চর্চায়। যেখানে "অ্যানিম্যাল" নিয়ে এত মাতামাতি সেখানে ক"জন দেখেছেন "টুয়েলভথ ফেল"?
প্রশ্ন অনেক। উত্তর অজানা। নেটপাড়ার দাবি, বিক্রান্তকে সঠিক মূল্যায়ন করেনি বলিউড । একই ভাবে অভিনেতা আলি ফজল উপেক্ষিত ইন্ডাস্ট্রিতে। অনেকেই আবার "শ্যাম বাহাদুর" ভিকি কৌশলের প্রশংসায় পঞ্চমুখ।
২০০৮ সালে, গ্রেট পারফর্মার অফ দ্য ইয়ার- টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন বিক্রান্ত। ২০১৯ সালে "ক্রিমিনাল জাস্টিস" ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেতার পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে। এবার কী তবে জাতীয় পুরস্কারের পালক জুড়বে তাঁর মুকুটে। তা বলবে সময়ই। তবে দর্শকের স্বাদ বদলাচ্ছে। তাঁরা ভাল গল্প, ভাল অভিনয়ের আশায় রয়েছেন, সে কথা আরও একবার প্রমাণ করেছে "টুয়েলভথ ফেল" অভিনেতা বিক্রান্ত।
চলচ্চিত্র নির্মাতা বিধু বিনোদ চোপড়ার "টুয়েলভথ ফেল" ২৭ অক্টোবর, ২০২৩ মুক্তি পেয়েছে। ছবিটি দর্শকদের কাছ থেকে ভালবাসা এবং প্রশংসা পেয়েছে। বিক্রান্ত ম্যাসির অভিনয় মন ছুঁয়েছে অনুরাগীদের। ছবির গল্প, কাস্ট সকলেই এই মুহূর্তে চর্চায়। যেখানে "অ্যানিম্যাল" নিয়ে এত মাতামাতি সেখানে ক"জন দেখেছেন "টুয়েলভথ ফেল"?
প্রশ্ন অনেক। উত্তর অজানা। নেটপাড়ার দাবি, বিক্রান্তকে সঠিক মূল্যায়ন করেনি বলিউড । একই ভাবে অভিনেতা আলি ফজল উপেক্ষিত ইন্ডাস্ট্রিতে। অনেকেই আবার "শ্যাম বাহাদুর" ভিকি কৌশলের প্রশংসায় পঞ্চমুখ।
২০০৮ সালে, গ্রেট পারফর্মার অফ দ্য ইয়ার- টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন বিক্রান্ত। ২০১৯ সালে "ক্রিমিনাল জাস্টিস" ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেতার পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে। এবার কী তবে জাতীয় পুরস্কারের পালক জুড়বে তাঁর মুকুটে। তা বলবে সময়ই। তবে দর্শকের স্বাদ বদলাচ্ছে। তাঁরা ভাল গল্প, ভাল অভিনয়ের আশায় রয়েছেন, সে কথা আরও একবার প্রমাণ করেছে "টুয়েলভথ ফেল" অভিনেতা বিক্রান্ত।
