সংবাদ সংস্থা মুম্বই: মির্জাপুরের ‘কালীন ভাইয়া’। এইমুহূর্তে দেশি ওটিটি সিরিজের সম্ভবত অন্যতম জনপ্রিয় চরিত্র। কথায় কথায় মুখ খারাপ করা, সোজা কথা সটান মুখের উপর বলে দেওয়া ‘কালীন ভাইয়া’ ওরফে অখণ্ডানন্দ সত্যানন্দ ত্রিপাঠী। চরিত্রটিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তবে শোনা যাচ্ছে, এবার নাকি এই সিরিজের গল্প নিয়ে তৈরি হবে ছবি এবং তা বড়পর্দায় মুক্তি পাবে। খবর, সেখানে নাকি ‘কালীন ভাইয়া'-এর চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশন!
এবং এই খবর আপাতত ফিসফাস থেকে গুঞ্জনে পরিণত হয়েছে। নেটপাড়া অবশ্য খুব ভালভাবে গ্রহণ করেনি এই খবর। এক নেটিজেনদের বক্তব্য, “কেউ দেখবে না এই ছবি প্রেক্ষাগৃহে। আর ‘কালীন ভাইয়া’ মানেই পঙ্কজ ত্রিপাঠী। ওঁকে ছাড়া এই চরিত্রে অন্য কাউকে ভাবাই যায় না”। অন্য একজন লিখলেন, “গুলি খেয়ে মরে যাব তবু পঙ্কজ ত্রিপাঠী ছাড়া কালীন ভাইয়ার ভূমিকায় অন্য কোনও অভিনেতাকে মেনে নেব না!” নজর কেড়েছে এক নেট ব্যবহারকারীর যুক্তি, “হৃতিক তাঁর কেরিয়ারে বিহারি উচ্চারণে সংলাপ বলে অভিনয় করে ফেলেছে দু’দুটি চরিত্রে। ‘সুপার থার্টি’ এবং ‘বিক্রম বেদা’। এরপর আর ওই ধরনের সংলাপ হৃতিকের মুখে শুনতে দর্শক পছন্দ করবে বলে মনে হয় না। তাও আবার এরকম জনপ্রিয় একটি চরিত্র যেখানে অন্য অভিনেতা অভিনয় করে ফেলেছেন”।
‘মির্জাপুর’ সিরিজের কালীন ভাইয়া চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে চরিত্রের ব্যঙ্গচিত্রে একটা সময় ছেয়ে গিয়েছিল সমাজমাধ্যমে। রাজনৈতিক হোক বা সামাজিক যেকোনও ক্ষেত্রের ‘ভিলেন’দের ধমক-ধামক দিতে ‘কালীন ভাই’-এর মুখের সঙ্গে জুড়ে দেওয়া সংলাপই ছিল সেরা পছন্দ।
