সংবাদসংস্থা মুম্বই: হঠাৎই শোকের ছায়া নামল বিনোদন জগতে।‌ প্রয়াত ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়াল। সমাজমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই অবাক হয়েছেন নেটিজেনরা। 

 

 

ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর হিসাবে বেশ খ্যাতি পেয়েছিলেন মিশা। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়। ইন্সটাগ্রামে ৩.৪৩ লাখ ফলোয়ার ছিল তাঁর। মিশা আগরওয়ালের পরিবার সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে তাঁর মৃত্যুর খবর জানিয়েছে।

 

মাত্র ২৪ বছর বয়সেই থামল তাঁর প্রাণের স্পন্দন। মৃত্যুর দুই দিন পর তাঁর ২৫ তম জন্মদিন পালন করার কথা ছিল। সোশ্যাল মিডিয়ায় মজাদার এবং ব্যঙ্গাত্মক পোস্টের জন্য পরিচিতি পেয়েছিলেন মিশা। 

 

 

মিশা আগরওয়ালের বাবা-মা সোশ্যাল মিডিয়ায় বিবৃতি প্রকাশ করে লিখেছেন, 'মিশা আগরওয়াল (২৬ এপ্রিল ২০০০-২৪ এপ্রিল ২০২৫)। ভারাক্রান্ত হৃদয়ে আমরা মিশার মৃত্যুর হৃদয়বিদারক খবর আপনাদের সঙ্গে ভাগ করছি। আপনারা তাঁকে এবং তাঁর কাজকে যে ভালবাসা এবং সমর্থন দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আমরা সবাই এই ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছি। দয়া করে আপনাদের সমবেদনা এবং তাঁর স্মৃতিকে আপনাদের হৃদয়ে ধরে রাখুন।'

 


পোস্টের ক্যাপশনে মিশার বাবা-মা লিখেছেন, 'আমাদের ক্ষতির কথা কল্পনাও করা যায় না। আমাদের কাছে কোনও শব্দ নেই। মনে রাখবেন।' যদিও, পুরো পোস্টে তাঁরা কোথাও স্পষ্ট করেননি যে তাঁদের মেয়ের মৃত্যু কীভাবে হয়েছে। তাই চিন্তার ভাঁজ পড়েছে নেটিজেনদের কপালে।