সংবাদ সংস্থা মুম্বই:

বড় পর্দায় মুক্তি পেতে চলেছে করণ জোহরের ছবি জিগরা। মুখ্যভূমিকায় আলিয়া ভাট। মেয়ে রাহার জন্মের পর এই ছবির হাত ধরেই সেটে ফিরছেন 'রাজি'-র নায়িকা। ধর্মা প্রোডাকশনের সঙ্গে এই ছবিতে প্রযোজনা করছেন স্বয়ং আলিয়া। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলক। আলিয়ার পাশাপাশি এই সিনেমায় রয়েছেন দ্য আর্চিজওয়েব ছবিখ্যাত অভিনেতা বেদাং রায়নাকে। বড় পর্দায় তাঁদেরকে ভাই-বোনের চরিত্রে দেখতে পাবে দর্শকেরা। কীভাবে নিজের ছোট ভাইকে দুষ্কৃতীদের হাত থেকে উদ্ধার করে আলিয়া, তাই নিয়েই এগোবে ছবির গল্প।

 তবে জানেন কি এই ছবি আদতে নয়ের দশকে এক জনপ্রিয় ছবির রিমেক? খবর, সঞ্জয় দত্ত এবং শ্রীদেবী অভিনীত ছবি 'গুমরাহ'র রিমেক 'জিগরা'। সে ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন করণের বাবা যশ জোহর। 'গুমরাহ'তে জুটিতে দেখা গিয়েছিল সঞ্জয়-শ্রীদেবীকে। সেখানে ভালবাসার মানুষকে বাঁচাতে একা বিদেশে পাড়ি দিয়েছিলেন সঞ্জয়। এবং সংঘবদ্ধ দুষ্কৃতী দলের সঙ্গে লড়াই করে তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন। 'জিগরা'র মূল গল্পের সঙ্গে সেই ছবির আশ্চর্য মিল। কিন্তু  প্রেমের জুটির বদলে 'জিগরা'তে দেখানো হয়েছে ভাই-বোনের জুটি। 'জিগরা'তে দেখা যাচ্ছে দূর দেশে বিপদে পড়া ভাইকে বাঁচাতে একা ছুটে যান আলিয়া। তারপর?  দুষ্কৃতীদের সঙ্গে রণক্ষেত্রে সম্মুখসমরে একা ঝাঁপিয়ে পড়েন বলি-নায়িকা। প্রসঙ্গত, 'গুমরাহ' ছবিটি ১৯৯৩ সালে পরিচালনা করেছিলেন আলিয়ার বাবা মহেশ ভাট।

 

করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের জার্নি শুরু করেছিলেন আলিয়া। ১১ বছর পর করণেরই সহ-প্রযোজক তিনি। যদিও প্রযোজক হিসাবে আলিয়ার পথচলা শুরু হয়েছে আগেই। নায়িকার ইটারন্যাল সানসাইন প্রোডাকশন’-এর ব্যানারে তৈরি হয়েছে নেটফ্লিক্সের ছবি ‘ডার্লিংস’।