আজকাল ওয়েবডেস্ক : বাজেট পেশ করার পরই দারুণভাবে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। এদিন শনিবার হলেও বাজেটের কারণে শেয়ার বাজার ছিল খোলা। তবে সেখান থেকে দেখতে হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যখন বাজেট নিয়ে নিজের ভাষণ শুরু করেন তখন থেকেই শেয়ার বাজারে বৃদ্ধি লক্ষ্য করা যায়।
 
 এদিন দিনের শুরুতে সেনসেক্স ৩০০ পয়েন্ট লাভ করে। পাশাপাশি নিফটি পায় ৮১.৮০ পয়েন্ট। তবে বাজেট পেশের পর আয়কর ছাড়ের বিষয়টি যখন সামনে চলে আসে তখন তার সরাসরি প্রভাব পড়ে শেয়ার বাজারেও। সেখান থেকে দেখা যায় ফের একবার সেনসেক্স এবং নিফটি উপরের দিকে উঠতে শুরু করে। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই বাজেটের দিকে তাকিয়ে ছিলেন বিনিয়োগকারীরা। তাই সেখান থেকে তারা বাজেটে কী হবে সেটাই নজরে ছিল। তবে এদিন বাজেট পেশের পর ফের চাঙ্গা হয়ে উঠল শেয়ার বাজার।
 
 এদিন ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক ২.৬৮ শতাংশ হারে লাভ করে। ইন্ডিয়ান হোটেল লাভ করে ২.৪৯ শতাংশ। বিইএল লাভ করে ২.০৫ শতাংশ। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লাভ করে ১.৮৬ শতাংশ। এনটিপিসি লাভ করে ১.৭৩ শতাংশ।
 
 গাড়ির দাম কমার ইঙ্গিত মেলার পরই চাঙ্গা হয়ে ওঠে গাড়ির শেয়ারের দামও। তারা এক ধাক্কায় ১.৫ শতাংশ হারে বেড়ে ওঠে। মারুতি সুজুকি, টিভিএস মোটর, হিরো মটোকপ, সুন্দরম, বাজার অটো, ইচার মোটর, ইউএনও ইন্ডিয়া সহ বিভিন্ন গাড়ির বাজার উপরের দিকে উঠতে শুরু করে। 
 
 বাজেটে কর ছাড়ের পাশাপাশি কিষাণ ক্রেডিট কার্ডের সীমা বাড়ানোর পরই ফের নতুন করে উপরের দিকে উঠতে থাকে সেখানকার শেয়ারের দামও। দেশের কোটি কোটি কৃষক আগামীদিনে যে লাভের মুখ দেখবেন তার প্রভাব এসে পড়ে বাজেটের উপর। সেখান থেকে নতুন এই ঘোষণা শেয়ার বাজারকেও অনেকটা ভালো দিকে নিয়ে চলে যায়। 
