আজকাল ওয়েবডেস্ক : ব্যাঙ্ক হল এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে সকলে নিশ্চিন্ত মনে টাকা বিনিয়োগ করতে পারেন। আর বিনিয়োগের সেরা ঠিকানা হতে পারে ফিক্সড ডিপোজিট স্কিম। বিভিন্ন ব্যাঙ্ক নানাভাবে ফিক্সড ডিপোজিটে তাদের সুদের হার নানা ধরণের পরিবর্তন করে থাকে। যদি সঠিক পরিকল্পনা করে এখানে বিনিয়োগ করা যায় তাহলে নির্দিষ্ট সময় পর ভাল রিটার্ন পাওয়া যাবে।

 


প্রতিটি ব্যাঙ্কেই দেখা যায় সিনিয়র সিটিজেনরা সুদের হারে সর্বদা বিশেষ ছাড় পেয়ে থাকেন। সেখানে এসবিআই অমৃত বৃষ্টি স্কিমে ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিট স্কিম এনেছে। এখানে জেনারেল সিটিজেনরা ৭.২৫ শতাংশ হারে সুদ পাবেন। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা ৭.৭৫ শতাংশ হারে সুদ পাবেন। 

 


যদি এই স্কিমে এক বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে সুদের হার পাবেন ৬.৮০ শতাংশ। যদি ৩ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে ৬.৭৫ শতাংশ হারে সুদ পাবেন। যদি ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে সুদ পাবেন ৬.৫০ শতাংশ। 


এসবিআইতে সিনিয়র সিটিজেনরা ১ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার পাবেন ৭.৩০ শতাংশ সুদ। ৩ বছরের জন্য সুদের হার পাবেন ৭.২৫ শতাংশ। ৫ বছরের জন্য সুদের হার পাবেন ৭.৫০ শতাংশ। 

 


দেশের প্রচীন এই ব্যাঙ্কে যদি সঠিক নিয়ম মেনে বিনিয়োগ করতে পারেন তাহলে দেখা যাবে সঠক সময় পরে আপনার হারে ভাল টাকা চলে আসবে। এসবিআইয়ের বেশ কয়েকটি ভাল ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে। এই স্কিমগুলি সম্পর্কে অনলাইন পোর্টালে গিয়ে দেখতে পারেন। পাশাপাশি দেশের এসবিআইয়ের যেকোনও শাখায় গিয়ে খোঁজ নিয়ে তবে নিজের টাকা বিনিয়োগ করবেন।