আজকাল ওয়েবডেস্ক: বেশ কয়েকটি নোট রয়েছে যেগুলি আর ছাপা হবে না। ফলে সেখান থেকে সেগুলি নিতে তৈরি হবে নতুন করে সমস্যা। এই তালিকায় কয়েকটি কয়েনও রয়েছে।
বাজার থেকে ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে ২ হাজার টাকার নোট। মার্চ মাসের হিসেব অনুসারে ৯৮.২ শতাংশ নোট ইতিমধ্যেই ফেরত এসেছে আরবিআই-এর ঘরে। সেখানে থেকে উঠে এসেছে ৩.৫৬ লাখ কোটি টাকা। বাকি টাকাগুলিও দ্রুত তুলে নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে আরবিআই। ফলে এই নোটগুলি আর আপনি দেখতে পারবেন না।
দেশে সবথেকে বেশি যে নোটটি চলছে সেটি হল ৫০০ টাকার নোট। এটি মোট নোটের ৪০.৯ শতাংশ হিসেবে চলছে। ফলে এই নোট নিয়ে এখন কোনও সমস্যা নেই।
আরবিআই তিনটি নোট ছাপানো বর্তমানে বন্ধ করে দিয়েছে। এই তালিকায় রয়েছে ২ টাকা, ৫ টাকা এবং ২ হাজার টাকা। ফলে এই টাকাগুলি বাজারে আর প্রায় দেখা যায় না বললেই চলে। বাজারে যদি একটু খেয়াল করে দেখেন তাহলে এই নোটগুলিকে আর দেখতে পারবেন না।
কয়েনের দিক থেকে দেখতে হলে বর্তমানে বাজারে ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকার কয়েন চলছে। ফলে এগুলি নিয়ে এখন কোনও সমস্যা নেই। দেশের খুচরো অর্থনীতির ক্ষেত্রে এই কয়েনগুলি বিশেষভাবে কাজ করে থাকে।
চলতি অর্থবর্ষে টাকা ছাপানোর জন্য খরচ বেড়েছে ৬ হাজার ৩৭২ দশমিক ২ কোটি টাকা। ফলে সেখানে খানিকটা হলেও রাশ টানতে চাইছে আরবিআই। এই পরিস্থিতিকে সামাল দিতে আরবিআই স্ব-মুদ্রা নামে একটি প্রকল্প চালু করেছে। সেখান থেকে নোট ছাপানোর দিক থেকে অনেকটাই সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
