আজকাল ওয়েবডেস্ক: যদি আপনি পুরনো কর ব্যবস্থা বেছে নেন, তাহলে আপনি ১৯৬১ সালের আয়কর আইনের ৮০সি ধারার অধীনে কর ছাড়ের জন্য যোগ্য, ফলে করদাতারা যোগ্য আর্থিক উপকরণে বিনিয়োগ করে তাদের করযোগ্য আয় কমাতে পারবেন।
বিভিন্ন কর-সঞ্চয় পদ্ধতির মধ্যে, পোস্ট অফিসের কোনও প্রকল্পে সঞ্চয়কে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ বিকল্পগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)
পিপিএফ হল দীর্ঘমেয়াদী সঞ্চয় বিকল্পগুলির মধ্যে একটি যা কর-মুক্ত রিটার্ন প্রদান করে। বিনিয়োগকারীরা বছরে ৫০০ টাকা থেকে ১.৫ লক্ষ টাকার মধ্যে বিনিয়োগ করতে পারেন। ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) পিপিএফ-এ সুদের হার প্রায় ৭.১ শতাংশ।
পিপিএফ হল একটি EEE (ছাড়, ছাড়, ছাড়) প্রকল্প। তাই আমানত, সুদ এবং মেয়াদপূর্তির পরিমাণ সবই কর-মুক্ত।
ন্যাশনাল সেভিংস স্কিম (NSC)
এই প্রকল্পে জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকের জন্য ৭.৭ শতাংশ সুদের হার রেয়ছে। এক্ষেত্রে সর্বনিম্ন বিনিয়োগ ১,০০০ টাকা। তবে বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। এক্ষেত্রে.৫ লক্ষ টাকা কর ছাড়ের যোগ্য।
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)
এই প্রকল্পটি কন্যা সন্তানের জন্য তৈরি। ২০২৫ সালের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে সুদের হার ৮.২ শতাংশ, যা বার্ষিক চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়েছে। এই প্রকল্পে সর্বনিম্ন বিনিয়োগ ২৫০ টাকা এবং সর্বোচ্চ প্রতি মাসে ১.৫ লক্ষ টাকা।
সিনিয়র সিটিজেন্স সেভিং স্কিম (SCSS)
এটি একটি অবসরকালীন সঞ্চয় পরিকল্পনা যা উচ্চ রিটার্ন এবং কর সুবিধা প্রদান করে। ১,০০০ টাকা বিনিয়োগ সর্বনিম্ন এবং সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা। জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে এই প্রকল্পে সুদের হার বার্ষিক ৮.২ শতাংশ।
৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট (POTD)
এতে সর্বনিম্ন বিনিয়োগ ১,০০০ টাকা। তবে সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকের জন্য ৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিটের সুদের হার ৭.৫ শতাংশ।
