আজকাল ওয়েবডেস্ক: জিএসটি কাউন্সিলের সভায় গৃহীত অনেক সিদ্ধান্তেই সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই উপকৃত হয়েছেন। বর্তমান চারটি জিএসটি স্ল্যাব কমিয়ে দু'টি করা হয়েছে। ভারতের মুদ্রাস্ফীতির হার কমে গেলে মানুষ উপকৃত হবে। ব্যবসায়ীদের উৎপাদনের উপর করের বোঝাও কমবে।
জিএসটি কর-কাঠামো সংস্কারের ফলে উপকৃত হবেন ভ্রমণপ্রেমীরাও। হোটেলে ভাড়া সস্তা হবে। কারণ হোটেল ভাড়ার উপর জিএসটি কমানো হচ্ছে। এখন, ৭৫০০ টাকা পর্যন্ত ভাড়া -সহ হোটেল কক্ষের উপর মাত্র পাঁচ শতাংশ জিএসটি আরোপ করা হবে। আগে, এই হোটেল কক্ষগুলিতে থাকার উপর ১২ শতাংশ কর আরোপ করা হত। জিএসটি কাউন্সিলে সংশোধিত করের হার ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
পকেটের উপর বোঝা কম হবে
হোটেল কক্ষের জন্য অনলাইন টিকিট সস্তা হবে। অনলাইন বুকিং প্ল্যাটফর্ম মেকমাইট্রিপের সহ-প্রতিষ্ঠাতা রাজেশ ম্যাঙ্গো বলেন, কর হ্রাসের ফলে হোটেলে থাকা অনেক সহজ হয়ে যাবে। খরচ কমার সঙ্গে সঙ্গে পর্যটকরা আরও বেশি ঘুরতে বেরোবেন। এর ফলে মানুষের অর্থনীতিতে বিরাট স্বস্তি আসবে। হোটেল ব্যবসায়ীরাও জিএসটি কাউন্সিলের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন।
র্যাডিসন হোটেল গ্রুপের দক্ষিণ এশিয়ার প্রধান নিখিল শর্মার মতে, এই পদক্ষেপ ভারতকে একটি বৃহৎ পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরার জন্য দেখা যাবে। এর পাশাপাশি, ফেডারেশন অফ হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের (এফএইচআরএআই) সভাপতি কে শ্যামা রাজ বলেন, এখন হোটেলগুলি বিদেশি এবং দেশীয় পর্যটকদের জন্য শহরটিকে আরও আকর্ষণীয় করে তুলতে কাজ করবে।
উৎসব এবং বিয়ের মরশুমে বুকিং বাড়বে
সরোবর হোটেলের চেয়ারম্যান অজয় বাকায়ার মতে, এই সিদ্ধান্ত মানুষের আস্থা বৃদ্ধি করবে। এর পাশাপাশি, ইবিক্স ট্রাভেলসের সিএফও অঙ্কিত পাঠক বলেন, পাঁচ শতাংশ জিএসটি স্ল্যাবের ফলে মানুষ নতুন গন্তব্যস্থলের দিকে ঝুঁকবে। যাই হোক, উৎসব এবং বিয়ের মরশুমে ভ্রমণের চাহিদা সবচেয়ে বেশি থাকে।
আরও পড়ুন- এলআইসি, ব্যাঙ্ক নাকি পোস্ট অফিস, কোনটিতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক?...
