আজকাল ওয়েবডেস্ক: ইলন মাস্কের স্টারলিঙ্ক ভারতে স্যাটেলাইট যোগাযোগ (স্যাটকম) পরিষেবার লাইসেন্স পেয়েছে। এয়ারটেল এবং রিলায়েন্সের পর টেলিকম মন্ত্রক থেকে লাইসেন্স পাওয়া তৃতীয় সংস্থা হল স্টারলিঙ্ক। সর্বভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, আগামী দুই মাসের মধ্যেই ভারতে পরিষেবা চালু করতে আগ্রহী স্টারলিঙ্ক।

এএনআই জানিয়েছে, ব্র্যান্ডের লঞ্চ কৌশলের অংশ হিসেবে, প্রতিটি ডিভাইস কেনার সঙ্গে এক মাসের বিনামূল্যে ট্রায়াল পিরিয়ড অফার করার পরিকল্পনা রয়েছে স্টারলিঙ্কের। এর ফলে গ্রাহকদের নিয়মিত মাসিক পেমেন্ট শুরু করার আগে পরিষেবাটি পরখ করে দেখার সুযোগ করে দেবে। মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও যখন ভারতে টেলিকম পরিষেবা দেওয়া শুরু করে, তখন সংস্থার তরফ থেকে শুধু সিম ক্রয় করার জন্য ৯৯ টাকা করে ধার্য করা হয়েছিল। বহুদিন বিনামূল্যে কল এবং হাইস্পিড ইন্টারনেট পরিষেবা উপভোগ করেছিলেন গ্রাহকরা। এই পদ্ধতি অবলম্বন করেই জিও বর্তমানে ভারতের সবচেয়ে বড় টেলিকম অপারেটর। মাস্কও কি সেই পথই অবলম্বন করবেন। মনে তো হচ্ছে তা-ই।

সংস্থাটি ভারতীয় বাজারের জন্য তার প্ল্যানও চূড়ান্ত করে ফেলেছে। স্টারলিঙ্কের সংযোগ নিতে প্রয়োজনীয় স্যাটেলাইট ডিশ ডিভাইসের দাম আনুমানিক ৩৩ হাজার টাকা নির্ধারণ কর হয়েছে। এএনআই জানিয়েছে, মাসিক আনলিমিটেড ডেটা প্ল্যানের জন্য গ্রাহকদের তিন হাজার টাকা খরচ করতে হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রত্যন্ত এবং সুবিধাবঞ্চিত অঞ্চলে সংযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে স্টারলিঙ্ক। যেখানে ব্রডব্যান্ড পরিকাঠামো স্থাপন করা কঠিন।

বর্তমানে বিশ্বে ১০০টির বেশি দেশে পরিষেবা প্রদান করছে স্টারলিঙ্ক। ভারতের প্রতিবেশী দেশ ভুটানও স্টারলিঙ্কের পরিষেবা নিয়ে থাকে। বাংলাদেশে স্টারলিঙ্ক ডিভাইসের দাম ৩৩ হাজার টাকা। ভূটানেও খরচ একই, কিন্তু সেখানে দুই রকমের প্ল্যান রয়েছে স্টারলিঙ্কের। রেসিডেন্সিয়াল লাইট প্ল্যান- প্রতি মাসে ভারতীয় মুদ্রায় প্রায় ৩০০১ টাকা। এই প্ল্যানে ২৩ এমবিপিএস থেকে ১০০ এমবিপিএস পর্যন্ত স্পিডের ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়। স্টান্ডার্ড রেসিডেন্সিয়াল প্ল্যান- প্রতি মাসে ভারতীয় মুদ্রায় প্রায় ৪২০১ টাকা। এই প্ল্যানে ২৫ এমবিপিএস থেকে ১১০ এমবিপিএস পর্যন্ত স্পিডের ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়। এই প্ল্যানে অনলাইন গেমিং, ভিডিও স্ট্রিমিং, ভিডিও কল করা যায় কোনও বাধা ছাড়াই।