শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: বলিউডে ক্যামিও, জন্মদিনে ‘মুক্তি’ ‘নটী বিনোদিনী’র? রুক্মিণীর ক্যালেন্ডারে আর কী?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ জানুয়ারী ২০২৪ ১৮ : ২১


শীতে কাঁপছে কলকাতা। মুম্বই আরবসাগর পাড়ে। তা বলে ঠাণ্ডা নেই?

রুক্মিণী মৈত্রকে দেখে বোঝার উপায় নেই! তিনি দিন দুই ধরে সেখানেই। বিদ্যুৎ জামওয়ালের আগামী ছবি ক্র্যাক-এর কারণে। নীল-কমলার মিলিজুলিতে কর্সেট। কালো রঙের অ্যাসিমেট্রিক্যাল স্কার্ট। রোদচশমায় চোখ ঢাকা। চুলে তখনও কার্লার। নায়িকা শুটে ব্যস্ত। গায়ে গরম জামা নেই! বিদ্যুতের সঙ্গে এর আগে তিনি ‘সনক’ ছবিতে অভিনয় করেছেন। আবারও জুটি ফিরছে? জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল বড়পর্দার ‘সত্যবতী’র সঙ্গে। ফোন ধরেই গলায় কিশোরীর উচ্ছ্বাস নিয়ে জানালেন, বন্ধুত্বের খাতিরে বিদ্যুতের আগামী ছবি ‘ক্র্যাক’-এ অতিথি শিল্পী। তার শুটেই দিন দুই মুম্বইয়ে। একই সঙ্গে মেলে ধরলেন তাঁর ২০২৪-এর ক্যালেন্ডার।

রুক্মিণীর কথায়, ‘‘সনক’-এ কাজ করতে করতেই আমরা একটা পরিবার হয়ে গিয়েছি। বিদ্যুৎ যেমন ভাল তেমনি মজাদার। ওর আগামী ছবির প্রযোজকও নিজেই। তাই যখন বলল, "আমার সঙ্গে একটা গানের অংশ হবে?" না করিনি। সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’র শুট থেকে ছোট্ট বিরতি নিয়ে পৌঁছে গিয়েছিলাম।’’ বলিউডের এমসি স্কোয়্যার, বিদ্যুৎ, নৃত্য পরিচালক গণেশ আচারিয়ার সঙ্গে হইহই করে কাটিয়ে ফেললেন দুটো দিন। এই প্রথম অতিথি চরিত্রে। তাও আবার বলিউডে। কেমন অভিজ্ঞতা? প্রশ্ন শুনে হেসে ফেলেছেন নায়িকা। তারপর জানিয়েছেন, বেশ ভাল, মজার। এবং সব মিলিয়ে অন্য রকম। তাঁর বেশ লেগেছে।



নাচের দৃশ্যর শুট ফুরোতেই রুক্মিণী আবার কলকাতায়। এসে দম ফেলার ফুরসতও পাননি। ওয়র্কশপে চলে গিয়েছেন। টানা অনেকক্ষণ মহড়া দিয়ে বাড়িতে। আগামীকাল, শুক্রবার ভোর পাঁচটায় সৃজিত কলটাইম দিয়েছেন! এখনও দেব বা স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে ক্যামেরা ভাগ করেননি। করেছেন টোটা রায়চৌধুরীর সঙ্গে। টোটা ভাল অভিনেতা। করণ জোহরের ‘রকি ঔর রানি কি প্রেম কহানি’তে তাঁর অভিনয় ফিল্মফেয়ার পুরস্কারের নমিনেশন এনে দিয়েছে। এমন অভিনেতার সঙ্গে কাজ করে রুক্মিণীর কেমন লাগছে? আবারও উচ্ছ্বসিত নায়িকা। বললেন, ‘‘ভীষণ আরামদায়ক মানুষ। আমার স্বাচ্ছন্দ্য। যখনই যে কথা বলছি মন দিয়ে শুনছেন। তারপর নিজের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন। কখনও কখনও মিলে যাচ্ছে আমাদের অনুভূতি। খুব ভাল লাগছে কাজ করে।’’ 

‘টেক্কা’য় কাজের পিছনেও নাকি লম্বা ইতিহাস। এর আগে "দশম অবতার"-এ সৃজিত ডেকেছিলেন রুক্মিণীকে। সম্ভবত নায়িকার শারীরিক গঠন, ফিটনেস দেখে। নায়িকা যোগ দিতে পারেননি। কারণ, তখন তিনি জিতের ‘ব্যুমেরাং’-এর শুটে ব্যস্ত। এরপর আবারও তাঁকে সৃজিত ডাকেন। আগামী পুজোমুক্তির জন্য। দ্বিধা নিয়েই নায়িকা চিত্রনাট্য শুনতে গিয়েছিলেন। তাঁর ধারণায়, আগের পুজোমুক্তিতে থাকতে পারেননি বলেই আবারও সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু সৃজিত যখন তাঁকে জানান, চরিত্রটি তাঁকে ভেবে লেখা তখন আর দ্বিতীয় বার ভাবেননি রুক্মিণী। চিত্রনাট্য হাতে পেয়ে আগে একাধিক বার সেটা মন দিয়ে পড়েছেন। সৃজিত সবাইকে নিয়ে ওয়র্কশপ করেছেন। নায়িকা নিজে ব্যক্তিগত ভাবে প্রশিক্ষণ নিচ্ছেন। তারপর ক্যামেরার সামনে। হাসতে হাসতে দাবি, ‘‘সব বাঘা বাঘা অভিনেতাদের সঙ্গে অভিনয়। ‘বাঘা যতীন’ করে দেব আরও বাঘা হয়ে গিয়েছে। স্বস্তিকাদি, টোটাদা রয়েছেন। বেশ নার্ভাস ছিলাম।’’ সৃজিত ক’বার বকলেন? এবার জোরে হাসি। দাবি, এখনও পর্যন্ত বকা খাননি। আসলে সৃজিত খুব নিয়মনিষ্ঠ। নিজের কাজ, অভিনয় নিয়ে ভীষণ সিরিয়াস। সেখানে গোলমাল হলে কাউকে ছেড়ে দেন না। 



দেবের সঙ্গে বারবার, জিতের সঙ্গে আপাতত একবার। অনুরাগীদের দাবি, দেব নাকি নায়িকার হৃদস্পন্দন। জিৎ কেমন?

এবার যেন গলায় অল্প লজ্জা! বললেন, ‘‘আমাদের মধ্যে প্রচুর মিল। কাজ করতে করতে গিয়ে সেটা বুঝলাম। তাই কাজটা আর কাজ ছিল না। যেন এক ঝাঁক বন্ধু মিলে নতুন একটা কিছু করছি। খুব উপভোগ করেছি। আমি আর জিতদা খুব ভাল বন্ধু।’’ রুক্মিণীর ‘নটী বিনোদিনী’ রূপ দেখার জন্য মুখিয়ে তাঁর ভক্তরা। তাঁদেরকে আশ্বাস নায়িকার, পোস্ট প্রোডাকশন চলছে। দামি ছবি। তাই ধরে ধরে কাজ হচ্ছে। যাতে নিখুঁত হয়। সব ঠিক থাকলে সম্ভবত নায়িকা তাঁর জন্মদিনে, জুন মাসে বড়পর্দায় ‘বিনোদিনী’ রূপে ধরা দিতে পারেন। এবছরেই শুট শুরু হবে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত আরও একটি ছবি "দ্রৌপদী"র। নায়িকার দাবি, এবছর তাঁর অনুরাগীরা তাঁকে তিনটি ছবিতে তিন রূপে দেখবেন। জিতের ছবিতে অচেনা চরিত্রে। ছবিটি মুক্তি পেতে পারে ইদে। সৃজিতও তাঁর ভোল বদলে পুজোয় দর্শকদের চমকে দিতে চলেছেন। 

অর্থাৎ, পুজো পর্যন্ত "বুকড" রুক্মিণী। আগামী শীতে কী পরিকল্পনা? হাই চাপতে গিয়ে হেসে ফেলেছেন। তারপর ছোট্ট মেয়ের মতো আদুরে আবদার, ‘‘আগামী শীতের কথা আগামীতে চিন্তা করব। এই শীতের রাতে লেপমুড়ি দিয়ে ঘুমোই? এখনও না শুলে আগামী কাল ভোরে উঠব কী করে?’’ 




নানান খবর

নানান খবর

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?

সোশ্যাল মিডিয়া