শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: উপালি মুখোপাধ্যায় | Editor: শ্যামশ্রী সাহা ০৫ জানুয়ারী ২০২৪ ০৬ : ৪১
বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পিরিয়ড ড্রামা ‘অগ্নিযুগ: দ্য ফায়ার’ ক্রমশ আগুন ধরিয়ে দিচ্ছে। ইতিমধ্যেই তাঁর দুই চরিত্রাভিনেতার নাম প্রকাশ্যে। অনুপম খের ‘রবীন্দ্রনাথ ঠাকুর’, ধর্মেন্দ্র ‘লালা লাজপত রাই’। আজকাল ডট ইনকে পরিচালক জানিয়েছেন, ‘ক্যাপ্টেন লক্ষ্মী সায়গল’ হচ্ছেন ‘রোজা’র মধু। এদেশের অভিনেতাদের সঙ্গে থাকছেন একদল ব্রিটিশ অভিনেতা। আর হিন্দি ছোটপর্দার অভিনেতারা। বহু বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগ দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। তাঁদের কথা কতজন মনে করে? দেশাত্মবোধক গান, দেশপ্রেমিকদের প্রতি বরাবর আগ্রহী প্রবীণ পরিচালক-অভিনেতা। নিজেও নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে অভিনয় করেছেন। এবার তিনি সেই গল্প তুলে ধরেছেন। প্রযোজনায় তাঁর স্ত্রী ইরা চট্টোপাধ্যায়।
বিশ্বজিতবাবু বলেছেন, ‘‘ভারতে সেই সময়ে দু’ধরনের আন্দোলন দেখা গিয়েছিল। গান্ধিজির মত মেনে অহিংস আন্দোলন। নেতাজির পথে হেঁটে সহিংস আন্দোলন। আমি দ্বিতীয় পথটি দেখাব। একই সঙ্গে জায়গা করে নেবেন স্বল্প পরিচিত দেশপ্রেমিকারা। যেমন, গুরবক্স সিং ধিঁলো, হাবিবুর রহমান, প্রেমকুমার সায়গল আর তৎকালীন নারীশক্তি।’’ ছবির গবেষণার কাজ নিজের কাঁধে তুলে নিয়েছেন। কারণ, ছোট থেকেই দেশপ্রেমিকদের জীবন তাঁকে টান। ছবির শুট শুরু হয়ে গিয়েছে। ২৬ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হবে ছবির নাম। অনামী স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে জায়গা করে নেবেন স্বামী বিবেকানন্দ, বাঘা যতীন, নেতাজির মতো মনীষী।
আরও জানা গিয়েছে ছবিটি একাধিক ভাষায় রচিত হবে। যেমন, তামিল, তেলুগু, মালায়লম ছাড়াও বিদেশি ভাষা ইংরেজিতেও ডাব হবে। কুমার শানুর কণ্ঠে শোনা যাবে কবিগুরুর বিখ্যাত গান, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’। রবীন্দ্রনাথের উপরে গানটি ব্যবহৃত হবে। আরও নানা দৃশ্যেও শোনা যাবে গানটি। গানের অর্থ একলা চলার মন্ত্রই ছবিতে ধ্বনিত হবে। থাকবে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড এবং কবিগুরুর ‘নাইট’ উপাধি ত্যাগ। এছাড়াও আবহে ব্যবহার করা হবে ‘বন্দেমাতরম’, ‘কদম কদম বাঢ়ায়ে যা’র মতো গান। সব ঠিক থাকলে চলতি বছরের পুজো অথবা বড়দিনে মুক্তি পেতে পারে। বহু বছর পরে পরিচালনায় ফিরে উৎসাহে টগবগিয়ে ফুটছেন। কথায় কথায় বলেছেন, ‘‘আমার দিনরাত এখন ছবির প্রস্তুতিতেই কাটছে। যেন নতুন করে বাঁচছি। এই উন্মাদনা টাটকা অক্সিজেন জোগাচ্ছে আমায়।’’
নানান খবর

নানান খবর

কার পোশাকে 'মেট গালা'র লাল গালিচায় হাঁটবেন হবু মা কিয়ারা? ছেলে তৈমুরের কাছে কেন ক্ষমা চান সইফ?

জুনে আসছে নতুন সদস্য, কার কাছে ন'মাসের সাধ খেলেন পিয়া চক্রবর্তী?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?