
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: নতুন সিনেমা বা সিরিজ নয়, এ যেন বলিউড ইতিহাসের এক অনন্য মুহূর্ত! ৩৮ বছর পর ক্যামেরার সামনে ফিরছেন যোগিতা বালি—সেই রূপসী, যিনি একসময় ছিলেন হিন্দি সিনেমার জনপ্রিয় মুখ। আর তাঁর এই কামব্যাকের পিছনে যিনি—তিনি মিঠুন চক্রবর্তীর কনিষ্ঠ পুত্র তথা অভিনেতা-পরিচালক নমশি চক্রবর্তী।
নমশি এখন ‘টোস্টেড’ নামে একটি নতুন ওয়েব মিনি-সিরিজ পরিচালনা করছেন। এটি একটি স্লাইস-অফ-লাইফ কমেডি ড্রামা, যার প্রেক্ষাপট মুম্বই শহর। তবে চমক হল, এই সিরিজেই অভিনয় করছেন নমশির বাবা-মা—মিঠুন ও যোগিতা বালি! প্রায় চার দশক পরে ফের অভিনয়ে যোগিতা, আর এই সিরিজের মাধ্যমেই হচ্ছে তাঁর বড়সড় কামব্যাক।
যোগিতা বালিকে শেষবার বড় চরিত্রে দেখা গিয়েছিল ‘মেরা করম মেরা ধরম’ (১৯৮৭) ছবিতে। এরপর ‘আখরি বদলা’ নামে একটি ছবিতে তাঁকে দেখা গেলেও, সেটি ছিল একটি ক্যামিও এবং ছবিটি শুট হয়েছিল ১৯৮৩ সালে, মুক্তি পায় বহু পরে, ১৯৮৯-এ। তারপর থেকেই অভিনয় থেকে কয়েক মেইল নয়, বরং কয়েকটি রাজ্য পিছিয়ে ছিলেন তিনি। সংবাদমাধ্যম ও গ্ল্যামারের জগত থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছিলেন। আর সেই অভিনেত্রীকেই ফের অভিনয়ে ফিরিয়ে আনলেন তাঁর ছেলে নমশি!
“মা প্রথমে ‘না’ বলেছিলেন”—সাক্ষাৎকারে ফাঁস নমশির। তিনি আরও বলেন, “ ঘোস্ট: আ হন্টিং লভ স্টোরি' শেষ করার পর আমি ওয়েব সিরিজ বানানোর কথা ভাবি। আমার মাথায় একটা গল্প ছিল—দুটি চরিত্রভিত্তিক কমেডি ড্রামা। শুরু থেকেই ভেবেছিলাম মা-বাবাকে একসঙ্গে নেব। বাবা তো আগেই আমার পরিচালনায় কাজ করেছেন। কিন্তু মা ছিলেন বড় চ্যালেঞ্জ। প্রায় ৪০ বছর ধরে তিনি অভিনয় থেকে বহু দূরে। তবু গল্পটা শুনিয়ে আমার ইচ্ছের কথা জানাই। মা একটু চুপ করে থাকলেন, তারপর বললেন—‘চল, তোর জন্য করব ছোট্ট একটা চরিত্র।’ ওটাই আমার জন্য বিশাল পাওয়া।”
‘টোস্টেড’-এর শুট শুরু হবে ২০২৫ সালের ৩ নভেম্বর থেকে। তবে এখনও প্রধান নায়িকার চরিত্রের অভিনেত্রীর নির্বাচন হয়নি। এটি নির্মিত হবে নমশির নিজের প্রযোজনা সংস্থার ব্যানারেএখানেই শেষ নয়। নমশির হাতে এখন একগুচ্ছ প্রজেক্ট। তিনি অভিনয় ও পরিচালনা করছেন ঘোস্ট: আ হন্টিং লভ স্টোরি ছবিতে, যেখানে তাঁর সঙ্গে থাকছেন মিঠুন, মিমোহ, নবাগতা দীপিকা সিং, তিগমাংশু ধুলিয়া, জনি লিভার ও প্রিয়াংশু চট্টোপাধ্যায়। ছবিটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
এই মুহূর্তে নমশি শুট করছেন বিক্রম ভাটের ছবি ‘বিরাট’-এ। যেখানে ১৯১১ সালের প্রেক্ষাপটে তাঁকে দেখা যাবে এক বাঘের সঙ্গে! ছবিতে মানুষ ও বাঘ—দু'জনেই প্রধান চরিত্র। ছবিটি মুক্তি পাবে জানুয়ারি ২০২৬-এ, সিনেমা হলে। এ ছবি প্রসঙ্গে নমশি বললেন— “বিক্রম ভাট দারুণ পরিচালক। উনি আমার বাবার সঙ্গে ‘গুনেগারr’ আর ‘এলান’ ছবি দু'টি তৈরি করেছিলেন, দাদা মিমোহের সঙ্গে ‘হন্টেড থ্রি ডি’ ও তার সিক্যুয়েলও বানিয়েছিলেন। এবার আমার সঙ্গে কাজ করছেন ‘বিরাট’-এ।” তিনি আরও বলেন— “এই বছর আমি ‘দ্য দিল্লি ফাইলস’ শেষ করেছি, ‘বিরাট’ চলবে জুলাই পর্যন্ত, আর রয়েছে ‘গোস্ট’— অর্থাৎ পরপর তিনটি ছবি। ”
যোগিতা বালির এই কামব্যাক কেবল নস্ট্যালজিয়া নয়, এ এক আবেগঘন পারিবারিক মুহূর্তও—যেখানে মা, বাবা ও ছেলে মিলে তৈরি করছেন এক ‘ঘরের গল্প’। আর এই গল্পের নাম—‘টোস্টেড’। যেখানে পুরনো দিনের আলো ঝলমলে নায়িকা, আবার আলোয় আসছেন তাঁর সন্তানের ক্যামেরায়।
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!