
বুধবার ২১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ১৯৪৭ সালে ভারত ভাগ হয়ে পাকিস্তান সৃষ্টির পর থেকেই চরম রাজনৈতিক বিশৃঙ্খলার সম্মুখীন হয়। অবিরাম অনাস্থা প্রস্তাব, রাজনৈতিক দলগুলির জোট ভেঙে যাওয়া এবং ভেঙে পড়া সংসদীয় ব্যবস্থা পাকিস্তানকে পঙ্গু করে দেয়। সরকার ইসলামাবাদের পাশাপাশি পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) উপর নিয়ন্ত্রণ হারাচ্ছিল।
পাকিস্তান সৃষ্টির পর থেকেই দ্রুত নেতৃত্বের পরিবর্তন দেখা যায়। ১৯৪৭ থেকে ১৯৫৮ সালের মধ্যে সাতজন প্রধানমন্ত্রী মসনদে বসেছেন। কিন্তু কেউই মেয়াদ পূর্ণ করতে পারেননি। বেসামরিক প্রতিষ্ঠানগুলি দুর্বল ছিল, সংসদে অস্থিরতা, আমলাতন্ত্র প্রাধান্য পেয়েছিল এবং সামরিক বাহিনীর প্রভাব ক্রমে বৃদ্ধি পেয়েছিল।
একসময়ের স্বাধীনতা সংগ্রামের মুখ মুসলিম লীগ ভেঙে পড়ে এবং পাকিস্তানের রাজনীতিতে নিজেদের জমি হারিয়ে ফেলে। এম এ জিন্নাহ এবং লিয়াকত আলি খানের মৃত্যুর পর অনির্বাচিত কর্মকর্তা এবং আমলারা ক্ষমতায় অধিষ্ঠিত হন। ১৯৫৬ সালে একটি নতুন সংবিধান রচিত হয়। নতুন সংবিধান পাকিস্তানকে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়।
এর ফলে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা ১৯৫৬ সালের সংবিধান বাতিল করে সামরিক আইন ঘোষণা করেন। ১৯৫৮ সালের ৭ অক্টোবর জেনারেল আয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিযুক্ত করেন।
১৯৫৯ সালে গণতন্ত্রের প্রতি মোহভঙ্গ হয়ে যায় মির্জার এবং তৎকালীন পাকিস্তানের সেনাপ্রধান আয়ুব খানকে সামরিক আইন জারি করার জন্য আমন্ত্রণ জানান। ভেবেছিলেন যে তিনি আয়ুবকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
মির্জা ভেবেছিলেন তিনি যতদিন রাষ্ট্রপতির পদে থাকবেন ততদিন আয়ুব তাঁর আনুগত্য পালন করবেন। কিন্তু তা হয়নি। আয়ুব তিনি নিজেই রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং পাকিস্তানের প্রথম সামরিক শাসক হন।
১৯৫৯ সালে আইয়ুব ক্ষমতা গ্রহণের পর, দেশের শীর্ষপদে নিজের দখল মজবুত করার জন্য তিনি প্রথমে নিজেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন। এই পদক্ষেপটি প্রতীকী এবং রাজনৈতিক, উভয়ই ছিল। কারণ, তিনি নিজেকে সামরিক ও বেসামরিক নেতৃত্বের ঊর্ধ্বে বসিয়েছিলেন।
তিনি ১৯৬৯ সাল পর্যন্ত শাসন করেছিলেন। তাঁর সময়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছিল। সামরিক বাহিনীর সহায়তায় কঠোরভাবে নিয়ন্ত্রিত রাষ্ট্রপতি ব্যবস্থা চালিয়েছিলেন। তাঁর শাসনকালে পাকিস্তানে সামরিক আধিপত্যের ভিত্তি তৈরি হয়েছিল।
২০২৫ সালে নতুন ফিল্ড মার্শাল পেল পাকিস্তান। জেনারেল আসিম মুনির। আয়ুব খানের পর প্রথম কোনও সেনাপ্রধান এই পদ পেলেন। ভারতের সঙ্গে সর্বশেষ সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির কয়েকদিন পর, ২০ মে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মন্ত্রিসভা এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পরেই ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হয়। হামলার জবাবে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি শিবিরগুলিতে হামলা চালিয়ে অপারেশন সিঁদুর শুরু করে। পাকিস্তান সেনাবাহিনী যখন এই শিবিরগুলিকে রক্ষা করার চেষ্টা করে, তখন ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের বিমান ঘাঁটি এবং সামরিক ঘাঁটিগুলিতেও হামলা চালায়। যার ফলে ব্যাপক ক্ষতি হয়।
ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই মুনিরের পদোন্নতি। যদিও ফিল্ড মার্শাল পদটি এখন সাম্মানিক। এমন একটি দেশে যেখানে সেনাবাহিনীই সব কিছু পরিচালনা করে। নির্বাচিত সরকারকে প্রায়শই উপেক্ষা করা হয়। এই পদক্ষেপ আয়ুব খান এবং কীভাবে পাকিস্তান শীঘ্রই একনায়কতন্ত্রের দিকে এগিয়ে গিয়েছিল সেই স্মৃতি ফিরিয়ে এনেছে।
এক রাতে সাত হাজার নিরীহ মানুষ নিধন! পাক সেনাপ্রধান টিক্কা খানকে ডাকা হত বাংলাদেশের কসাই নামে
ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার ২০২৫ জয় করল বাংলা ভাষায় অনূদিত প্রথম কন্নড় গ্রন্থ ‘হার্ট ল্যাম্প’
চ্যাটবটের 'জেলব্রেক' আতঙ্ক: মোবাইলেই বাসা বাঁধছে বিপজ্জনক জ্ঞান, এখনই সাবধান হন
শক্তিশালী সৌরঝড়ে নাকাল হবে সিগনালিং ব্যবস্থা! নাসার বিজ্ঞানীদের হুঁশিয়ারি চমকে দেবে
৭৮তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে আন্তর্জাতিক সংকট ও রাজনৈতিক প্রতিবাদের ছাপ, প্যালেস্তাইন প্রসঙ্গে তীব্র সমালোচনা
বিজ্ঞানীদের বার্তা, আসতে চলেছে মহাপ্রলয়, ‘মেগা সুনামি’ কোথায় আছড়ে পড়বে জানেন?
পাকিস্তানের ক্ষমতা এবার আসিম মুনির হাতে? বেনজির পদোন্নতি পাক সেনাপ্রধানের
সোনার টয়লেট চুরি করেও মুক্তি পেলেন কোটিপতির ছেলে, কীভাবে জানলে অবাক হবেন
১১ সপ্তাহ ধরে ত্রাণে বাঁধা, গাজায় পরবর্তী ৪৮ ঘণ্টায় প্রাণ হারাতে পারে ১৪ হাজার শিশু! হুঁশিয়ারি জাতিসংঘের
বিশ্বের ৭০ টি দেশে নেমে আসছে চরম অন্ধকার, কেন এমন দাবি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে লড়াই করছেন 'ডাইনি'রাও! কী তাঁদের ভূমিকা, কেন এত গুরুত্ব
লন্ডনে কবি প্রণাম, নৃত্য-গীতে পালিত হল রবীন্দ্রজয়ন্তী
হুড়মুড়িয়ে বাড়ছে কোভিড সংক্রমণ, ভিড় বাড়ছে হাসপাতালে, নজরে কি JN.1 ভ্যারিয়েন্ট?
ব্রিটেনে নতুন ব্যয়ে সঙ্কোচন নীতির বিরুদ্ধে গণবিক্ষোভের ঘোষণা, ৭ জুন রাস্তায় নামবে শ্রমিক ও অধিকারকর্মীরা
গাজায় পুনরায় হামলা, সীমিত মানবিক সাহায্য দেওয়ার ঘোষণা ইজরায়েলের