
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্লে অফের ভেন্যু জানিয়ে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। ইডেন থেকে সরে গিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হবে নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘৭০ টি গ্রুপ লিগের ম্যাচের পর প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ হবে হবে নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে। আর দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল হবে আমেদাবাদে।’ বিবৃতিতে বোর্ড আরও জানিয়েছে, ‘বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামেই ১ জুন কোয়ালিফায়ার ২ ও ৩ জুন ফাইনাল হবে।’ প্রসঙ্গত, মুল্লানপুর পাঞ্জাব কিংসের অন্যতম হোম গ্রাউন্ড।
আইপিএলের গভর্নিং বডি জানিয়ে দিয়েছে, মূলত আবহাওয়া ও অন্যান্য কিছু কারণের জন্যই প্লে অফ ও ফাইনালের ভেন্যু বদল করা হয়েছে। বিসিসিআই জানিয়েছে, ‘আবহাওয়া ও অন্যান্য কিছু বিষয়ের কথা মাথায় রেখেই প্লে অফের ভেন্যু বদল করেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল।’
শুধু তাই নয়, আরসিবি বনাম লখনউ ম্যাচের ভেন্যুও বদল করেছে বিসিসিআই। এই ম্যাচটি চিন্নাস্বামীতে হওয়ার কথা ছিল। কিন্তু হবে একানা স্টেডিয়ামে। কারণ ওই একই আবহাওয়া। কলকাতা–আরসিবি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল চিন্নাস্বামীতে।
বোর্ড জানিয়েছে, ‘আবহাওয়া জনিত কারণেই আরসিবি বনাম লখনউ ম্যাচ বেঙ্গালুরু থেকে সরিয়ে লখনউ নিয়ে আসা হয়েছে।’
প্রসঙ্গত, কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচও বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল ইডেনে। বছরের এই সময়টা অনেক জায়গাতেই বৃষ্টির। যেখানে বৃষ্টির সম্ভাবনা কম, সেরকম জায়গাতেই প্লে অফের ম্যাচ দিয়েছে বিসিসিআই।
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের
আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার
এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল
কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে
রুতুরাজের সত্যিই চোট ছিল? প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ
এবারে ব্যালন ডি'অর অনুষ্ঠান কবে? জানিয়ে দিল আয়োজক সংস্থা
আইপিএলে দুরন্ত পারফরম্যান্স, ফের টিম ইন্ডিয়ার টি২০ দলে ফিরতে চলেছেন রাহুল
ভারত সিরিজের আগে আর মদ ছোঁবেন না, জানিয়ে দিলেন ইংরেজ অধিনায়ক
বেঙ্কটেশকে ছাঁটাই করতে চলেছে কেকেআর, রাখবে না পণ্ডিতকেও
ভারত এশিয়া কাপ বয়কট করেছে! শুনেই মাথায় বাজ পড়ার অবস্থা বোর্ড সচিবের