বুধবার ২১ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | প্রণয়ের ফাঁদে পা! জ্যোতির আগে পাক চরের হাতে তথ্য তুলে দিয়েছিলেন ভারতীয় কূটনীতিক মাধুরী

RD | ২০ মে ২০২৫ ১৬ : ১৪Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: সংবাদ শিরোনামে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রা। ভয়ঙ্কর অভিযোগ তাঁর বিরুদ্ধে। পাক গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছেন জ্যোতিকে। এই পরিস্থিতে ফিরল দেশের প্রাক্তন এক কূটনীতি মাধুরী গুপ্তার স্মৃতি। 

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে মাধুরি গুপ্তাকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৮ সালের মে মাসে তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত। চার্জশিটে অনুসারে, বয়সে ছোট এক পাক গুপ্তচরের প্রণয়ের ফাঁদে পা দিয়ে তথ্য পাচার করেছিলেন ভারতীয় এই কূটনীতিক।

কীভাবে ফাঁদে পা দিলেন মাধুরী?
ইসলামাবাদে একটি কূটনৈতিক সমাবেশে, মাধুরী গুপ্তার সঙ্গে একজন পাকিস্তানি সাংবাদিক পরিচয় করিয়ে দেন জামশেদ নামে এক ব্যক্তির। তিনি জিম নামে পরিচিত ছিলেন। জৈশ-ই-মহম্মদ প্রধান মাওলানা মাসুদ আজহারের লেখা একটি বই সম্পর্কে কথোপকথই মাধুরীর ফাঁদে পড়ার সূচনা ছিল।

জামশেদ মাধুরীকে বইটি সংগ্রহের প্রস্তাব দেন। এরপরই তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ৫২ বছর বয়সী মাধুরী গুপ্তার সঙ্গে ৩০ বছর বয়সী আইএসআই অপারেটিভের প্রেম ক্রমশ গভীর হয়। তাঁদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে, মাধুরী ইসলাম ধর্ম গ্রহণ করে জামশেদকে বিয়ে করার জন্যও প্রস্তুত ছিলেন।

কিন্তু এই ক্ষেত্রে প্রেম ছিল একটি সাবধানে তৈরি ভ্রম। গোয়েন্দা সংস্থাগুলি পরে প্রকাশ করে যে, ছুটি না দেওয়া এবং বিলম্বিত বেতনের কারণে ভারত সরকারের প্রতি মাধুরী গুপ্তার অসন্তোষ তাঁকে মানসিকভাবে দুর্বল করে তুলেছিল। এটি বুঝতে পেরে, জামশেদ, মুদাসসর রাজা রানা নামে আরেক আইএসআই হ্যান্ডলারের সঙ্গে তাকে তাঁর মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য ইন্ধন দিতেন।

কীভাবে ধরা পড়লেন মাধুরী? 
২০১০ সালে মাধুরীকে নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল সাউথ ব্লকের। ২০০৮ সালে মুম্বই হামলার বছর দেড়েক পর ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের কাছে প্রথম এক চর এর খবর আসে। সে সময় ভারতের গোয়েন্দা বিভাগ (আইবি)-র প্রধান ছিলেন রাজীব মাথুর। সঙ্গে সঙ্গে তাঁকে সে খবর দেয় ইসলামাবাদের ভারতীয় হাই কমিশন। তার পরেই কমিশনের নজরে আসেন ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে কর্মরতা মাধুরী।

২০১০ সালের ২২ এপ্রিল মাধুরীকে গ্রেফতার করা হয়। তবে ২০১২ সালে জামিন পেয়ে যান এই কূটনীতিক। কিন্তু সেই বছরই তাঁর বিরুদ্ধে সরকারি তথ্য গোপনীয়তা আইনে চার্জ গঠন হয়। শেষপর্যন্ত ২০১৮ সালে দোষী সাব্যস্ত হন মাধুরী। 

চরবৃত্তির খবর আসার পর ইসলামাবাদে ভারতীয় হাই-কমিশন কর্মরতা মাধুরীকে নিয়ে তদন্ত করেছিল আইবি। প্রাথমিক তদন্তের পর নিশ্চিত হয় যে, মাধুরী পাকিস্তানের চর, এ দেশের নানা গুরুত্বপূর্ণ খবর পাচার করেন। এর পরেই তৎকালীন আইবি প্রধান মাথুর ভারতীয় গুপ্তচর সংস্থা 'র'-এর প্রধান কেসি বর্মা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জিকে পিল্লাইকে বিষয়টি জানান। গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি। মাধুরীর উপর কড়া নজর রাখা বাড়ানো হয়। মাধুরীর মতিগতি বুঝতে বেশ কিছু ভুয়ো খবরের টোপ দেওয়া হয়। সেই খবর মাধুরী মারফৎ পাকিস্তানের কাছে পৌঁছোচ্ছে কি না, তাতে নজর রাখেন তদন্তকারীরা।

সেই টোপ অনায়াসে গিলেছিলেন মাধুরী। খবর পৌঁছে গিয়েছিল শত্রু শিবিরে। এরপরই মাধুরীর চরবৃত্তি স্পষ্ট হয়ে যায় গোয়েন্দাদের কাছে। দিল্লিতে ডেকে পাঠানো হয় তাঁকে। এ দেশে ফিরে ২২ এপ্রিল তিনি হাজিরা দেন বিদেশ মন্ত্রকের দফতরে। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়।

বিচারের মুখোমুখি মাধুরী-
২০১২ সালে মাধুরীর বিরুদ্ধে বিচার শুরু হয় দিল্লির কোর্টে। ১৯২৩ সালের 'অফিসিয়াল সিক্রেটস' আইনের দু'টি ধারা ভঙ্গের অভিযোগে চার্জ গঠন হয় তাঁর বিরুদ্ধে। তিহাড় জেলে ২১ মাস থাকার পরে জামিন পান তিনি। নিম্ন আদালতের রায়কে সরিয়ে দিল্লি হাইকোর্ট তাঁর বিরুদ্ধে আরও গুরুতর ধারা এনে চার্জ গঠন করে। তাতে সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত জেল হতে পারে।

শেষপর্যন্ত ২০১৪ সালে মাধুরী গুপ্তার সাজা হয়। 


Jyoti MalhotraMadhuri GuptaPakistani SPYIFS Officer

নানান খবর

নানান খবর

২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ, ভারতে অবাঞ্ছিত ঘোষণা পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে

আমেরিকার ‘গোল্ডেন ডোম’, ইজরায়েলের ‘আয়রন ডোম’, ভারতের তুরুপের তাস কী? জানলে অবাক হবেন

স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও

চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা

১০০ দিনের কাজে চুড়ান্ত অসঙ্গতি: কংগ্রেসের তীব্র সমালোচনা মোদি সরকারের বিরুদ্ধে

'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস

বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’

ফের ফিরবে লকডাউনের স্মৃতি!‌ দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন  

কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ

ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর

আধুনিক মিসাইল আঘাত হানতে পারে রাতের অন্ধকারেও, তাও কেন 'ব্ল্যাকআউট' করা হয়

অফিসের অতিরিক্ত কাজের চাপেই কি চরম পদক্ষেপ? বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যুতে তোলপাড়

পাকিস্তান নিজেদের গুপ্তচর বানিয়ে ফেলেছিল জ্যোতিকে, দেশের বিরুদ্ধে কীভাবে প্রলুব্ধ করা হল ইউটিউবারকে

ভয়ঙ্কর, দু'বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগ মায়ের কিশোর প্রেমিকের বিরুদ্ধে

'ভারত ধর্মশালা নয়', এক শ্রীলঙ্কার নাগরিকের এদেশে থাকার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

সোশ্যাল মিডিয়া