
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অব্যবহিত পরেই কোহলি কনিষ্ঠ ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন।
টেস্ট, টি-টোয়োন্টি থেকে সরে গেলেও ওয়ানডেতে খেলবেন তিনি। সেই সঙ্গে চলবে আইপিএলও। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, ক্রিকেট থেকে সরে গেলে কোহলি অন্তরালেই চলে যাবেন।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে নামবেন বিরাট কোহলি। মেগা টুর্নামেন্টের বাকি আরও ২ বছর। বিশ্বকাপ খেলেই যে কোহলি সরে যাবেন, সেটা মোটামুটি পরিষ্কার এখন। কিন্তু ক্রিকেট পরবর্তীতে কোহলিকে ধারাভাষ্যকার বা ক্রিকেট কোচ হিসেবে দেখা যাবে না বলেই মনে করেন শাস্ত্রী।
দেশের প্রাক্তন কোচ কোহলিকে হাতের তালুর মতো চেনেন। শাস্ত্রী বলছেন, ''কোহলি এখনও দেশের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলছে। কিন্তু বিরাট যখন খেলা ছেড়ে দেবে, তখন ক্রিকেট থেকেই বহুদূরে চলে যাবে। কোচিং করানো বা ধারাভাষ্য দিতে দেখা যাবে না কোহলিকে।''
ইংল্যান্ড সফরের আগেই ভারতীয় ক্রিকেটে নাটকীয়তা। প্রথমে রোহিত শর্মা, পরে বিরাট কোহলি টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়ান। যা নিয়ে দেশের ক্রিকেটমহলে তীব্র চর্চা। ইংল্যান্ড সফরে নেই হিটম্যান, নেই কোহলি। অপেক্ষাকৃত অনভিজ্ঞ দল নিয়ে ইংল্যান্ডে যাচ্ছে টিম ইন্ডিয়া। শাস্ত্রী বলছেন, ''ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট ভারত যখন খেলতে নামবে, তখন বিরাটকে আমি খুব মিস করব। বিরাট চ্যাম্পিয়ন ক্রিকেটার। সহজে ছেড়ে দিত না।''
শাস্ত্রী আরও বলেন, ''গত এক দশকে বিরাট সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার। বিরাটকে দেখার জন্যই মানুষ টেস্ট ম্যাচে স্টেডিয়াম ভরাত। ওর ব্যাটিং দেখার জন্য প্রতীক্ষায় থাকত সবাই। সেরা বোলারের চোখে চোখ রেখে মারার সাহস ছিল। কোহলিই সবথেকে সমালোচিত আবার একই সঙ্গে তৈরি ক্রিকেটার। টেস্ট ক্রিকেটকে আবার ভালবাসতে শেখানোই বিরাটের বড় অবদান।''
পাপারাজ্জিরাও সেই কথাই জানিয়েছেন কোহলিকে। টেস্ট থেকে অবসরের ঘোষণার পরেই পাপারাজ্জিরা মুম্বই বিমানবন্দরে বিরাটকে ঘিরে ধরে বলেন, ''আপনি কেন সরে গেলেন? আপনার জন্যই টেস্ট ক্রিকেট দেখতাম। আর টেস্ট ক্রিকেট দেখবো না।''
'অফ সাইড ফিল্ডার্স' নিয়মের গেরোয় মুম্বই, কী এই নিয়ম? কী শাস্তি পেলেন হার্দিকরা?
ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করল ভারত, সুযোগ পেলেন বাংলার এই ক্রিকেটার
মোহনবাগান জার্সিতে দুরন্ত পারফরম্যান্স, জাতীয় দলে ডাক পেলেন বাংলার দীপেন্দু
আউট না হয়েও আউট পোড়েল! বাংলার ছেলে বলেই কি এই অবিচার? চলছে প্রবল চর্চা
একরাশ লজ্জা, আমিরশাহির কাছে টি২০ সিরিজ হেরে বসল বাংলাদেশ
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের
আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার
এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল
কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে
রুতুরাজের সত্যিই চোট ছিল? প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ