
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের খবরে কার্যত হতবাক হয়ে গিয়েছিলেন ভারতের প্রা্ক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ শুরুর ঠিক আগে বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। সৌরভ তাঁদের এই ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানালেও, চমকে গিয়েছেন বিরাট কোহলির অবসর ঘোষণায়। স্পোর্টস টক-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘আমি বিরাটের অবসরের সিদ্ধান্তে সত্যিই অবাক হয়েছি। খেলাটা চালিয়ে যাওয়া কিংবা ছেড়ে দেওয়া একান্ত নিজের সিদ্ধান্ত। বিরাট ও রোহিত দু’জনেই নিজেদের ইচ্ছেতেই খেলা ছেড়েছে। দু’জনেরই দুর্দান্ত কেরিয়ার রয়েছে’।
রোহিতের বয়স ইতিমধ্যেই ৩৮ হয়ে যাওয়ায় তাঁর অবসর ঘোষণায় ততটা অবাক হননি সৌরভ, এমনটাই জানিয়েছেন তিনি। কিন্তু ৩৬ বছরের বিরাট কোহলি, যিনি বরাবরই টেস্ট ক্রিকেটকে নিজের সবচেয়ে প্রিয় ফরম্যাট বলে এসেছেন, হঠাৎ করে সেই ফরম্যাটকেই বিদায় জানানোয় প্রশ্ন উঠেছে অনেকের মনেই। বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতিও চমকে গিয়েছিলেন খবরটা শুনে। তবে রোহিত ও বিরাটের অবসরের পর ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। অনেকেই মনে করছেন শুভমান গিল হতে পারেন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক। তবে আলোচনায় রয়েছে যশপ্রীত বুমরার নামও।
সৌরভ বলেন, ‘নির্বাচকরা নিজেদের বিচারবুদ্ধি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে অনেক বিষয় ভাবতে হবে। দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবা দরকার। অনেকে বুমরার নাম বলছেন ঠিকই, কিন্তু তাঁর চোট একটা চিন্তার বিষয়’। প্রসঙ্গত, টেস্ট থেকে অবসর ঘোষণার পর শনিবার প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন কোহলি। কিন্তু আইপিএলে আরসিবি বনাম কেকেআরের ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির কারণে। কোহলি ভক্তরা তাঁদের প্রিয় ক্রিকেটারকে সম্মান জানাকে বিরাটের টেস্ট জার্সি পরে ভিড় করেছিলেন চিন্নাস্বামীতে।
মোহনবাগান জার্সিতে দুরন্ত পারফরম্যান্স, জাতীয় দলে ডাক পেলেন বাংলার দীপেন্দু
আউট না হয়েও আউট পোড়েল! বাংলার ছেলে বলেই কি এই অবিচার? চলছে প্রবল চর্চা
একরাশ লজ্জা, আমিরশাহির কাছে টি২০ সিরিজ হেরে বসল বাংলাদেশ
কোহলির অবসরের পর টেস্টে এবার চারে কে? এই ক্রিকেটারের উপর ধরা হল বাজি
কাটল ১৭ বছরের ট্রফি খরা, ম্যান ইউকে হারিয়ে ইউরোপা লিগ ঘরে তুলল টটেনহাম
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের
আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার
এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল
কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে
রুতুরাজের সত্যিই চোট ছিল? প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ