
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিয়ম করে ডায়েট এবং কঠোর অনুশীলনের মাধ্যমে ইংল্যান্ড সফরের জন্য নিজেকে প্রস্তুত করছেন তরুণ ব্যাটার সরফরাজ খান। জানা গিয়েছে, সিরিজের আগে ইতিমধ্যেই তিনি ১০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন। ২০২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হলেও এখনও বিদেশের মাটিতে নিজের প্রথম টেস্ট খেলার সুযোগ পাননি ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। তবে এবার সরফরাজ ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি টেস্টের জন্য ঘোষিত ভারত ‘এ’ দলে অন্তর্ভুক্ত হয়েছেন।
এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতীয় জাতীয় দলের একাদশে জায়গা করে নিতে মরিয়া মুম্বইয়ের এই ক্রিকেটার। সরফরাজের টেস্ট কেরিয়ারে এখন পর্যন্ত একটিই সেঞ্চুরি রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে শতরান করেছিলেন তিনি। সেই ইনিংসে তিনি ১৫০ রান করলেও ভারত ম্যাচটি হেরে যায়। এছাড়াও, ইরানি কাপের ফাইনালে মুম্বইয়ের হয়ে ২৮৬ বলে অপরাজিত ২২২ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে শিরোপা এনে দেন তিনি। রোহিত শর্মা এবং বিরাট কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় টেস্ট দলের প্রথম একাদশে এখন দুটি জায়গা খালি।
সেই সুযোগকে টার্গেট করে নিজের ফিটনেস এবং ব্যাটিংয়ে কোনও খামতি রাখতে চাইছেন না সরফরাজ। জানা গিয়েছে, বাবা এবং কোচ নওশাদ খানের তত্ত্বাবধানে নিয়মিত কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। কোহলি, রোহিতের অবসরের পর এবার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে বিসিসিআই। যাতে আগামী বেশ কয়েক বছর টেস্ট দলে কোনও বড় রকম পরিবর্তন না হয়। সে কারণে মূলত জোর দেওয়া হচ্ছে তরুণ প্রতিভাদের ওপরেই। আর নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে ইংল্যান্ড সিরিজ দিয়েই। ফলে, বিদেশের মাটিতে তরুণদের কাছে এটা কঠিন পরীক্ষা।
ইডেন থেকে আহমেদাবাদে আইপিএল ফাইনাল সরায় বিস্ফোরক ক্রীড়ামন্ত্রী, বলছেন, '... উদ্দেশ্যপ্রণোদিত'
আর খেলতেই পারতেন না ফুটবল, 'মেরুদণ্ড শক্ত' করে ইস্টবেঙ্গলে এলেন তরুণ তুর্কি
'অফ সাইড ফিল্ডার্স' নিয়মের গেরোয় মুম্বই, কী এই নিয়ম? কী শাস্তি পেলেন হার্দিকরা?
ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করল ভারত, সুযোগ পেলেন বাংলার এই ক্রিকেটার
মোহনবাগান জার্সিতে দুরন্ত পারফরম্যান্স, জাতীয় দলে ডাক পেলেন বাংলার দীপেন্দু
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের
আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার
এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল
কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে
রুতুরাজের সত্যিই চোট ছিল? প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ