বুধবার ২১ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | 'গয়া'র নাম বদলে সিলমোহর নীতীশ মন্ত্রিসভার, কী হচ্ছে নতুন নাম?

RD | ১৭ মে ২০২৫ ১৬ : ২৪Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: আর গয়া নয়, বিহারের অন্যতম প্রাচীন শহর এবং জনপ্রিয় তীর্থক্ষেত্রের নাম হচ্ছে 'গয়া জি'। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। বিহারের অতিরিক্ত মুখ্য সচিব এস সিদ্ধার্থ জানিয়েছেন যে, স্থানীয় অনুভূতি এবং শহরের ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য বিবেচনা করেই এই পদক্ষেপ করা হয়েছে।

জনতা দল (ইউনাইটেড)-এর জাতীয় কর্মসমিতির সভাপতি সঞ্জয় কুমার ঝা সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ গয়ার নাম বদলের প্রস্তাবে অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ধন্যবাদ জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, "নাম পরিবর্তনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ জানাচ্ছি এবং গয়াজি-র সকল বাসিন্দাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।"  

বিজেপির সিনিয়র নেতা এবং সংসদ সদস্য রবি শঙ্কর প্রসাদও মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রশংসা করেছেন। গয়ার নমা বদলকে গর্বের বিষয় বলে অভিহিত করেছেন। এক্স পোস্টে তিনি লেখেন,  "রাজ্য মন্ত্রিসভার গয়া নাম গয়াজি করার সিদ্ধান্ত স্বাগত ও গর্বের বিষয়। এই সিদ্ধান্ত আবারও গয়ার ধর্মীয় গুরুত্বকে সামনে আনল এবং সনাতন সংস্কৃতির প্রতি এনডিএ সরকারের অঙ্গীকার এবং ধর্মীয় স্থানগুলি রক্ষা করার ইচ্ছাকে তুলে ধরল।" 

 

গয়া ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। প্রতি বছর পিতৃপক্ষ-এর সময় বিশ্বজুড়ে লক্ষ লক্ষ তীর্থযাত্রী এবং পর্যটক পিণ্ড দান করতে বিহারের এই প্রচীন শহরটিতে আসেন। পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য পিণ্ডদান একটি হিন্দু রীতি। গয়া প্রাচীন মগধ সাম্রাজ্যের একটি অংশ ছিল এবং ফাল্গু নদীর তীরে অবস্থিত। শহরটি তিনটি পবিত্র পাহাড় দ্বারা বেষ্টিত - মঙ্গলা-গৌরী, শৃঙ্গ-স্থান, রাম-শীলা এবং ব্রহ্মযোনী।

শহরের অন্যতম প্রধান আকর্ষণ হল ফাল্গু নদীর তীরে অবস্থিত বিষ্ণুপদ মন্দির। জানা যায় যে, বিষ্ণুপদ মন্দির মন্দিরটি সেই স্থানে অবস্থিত যেখানে ভগবান বিষ্ণু গয়াসুর রাক্ষসের উপর তাঁর পদচিহ্ন স্থাপন করেছিলেন। গয়াসুর নিজের শরীরকে দেবতাদের মতো পবিত্র করতে এখানেই তপস্যা করেছিলেন। ব্রহ্মা প্রসন্ন হয়ে বর দেন, গয়াসুরকে দর্শন করলেই স্বর্গে যাওয়া যাবে। ফলে পাপ-অন্যায় করলেও গয়াসুরের দর্শনে স্বর্গে যেতে বাধা থাকে না। ভির বাড়তে থাকে স্বর্গে।  অবশেষে বিষ্ণুর কৌশলে সমস্যার সমাধান হয়। গয়াসুর ইচ্ছে প্রকাশ করেন, তাঁর দেহের উপর তৈরি ভূমিতে পিণ্ডদান করলে যেন স্বর্গে যেতে পারেন। বিষ্ণু ইচ্ছেপূরণ করেন। গয়াসুর মাটিতে শুয়ে পড়লে তাঁর উপর পবিত্রভূমি তৈরি হয়, যার নাম দেওয়া হয় গয়া।

এছাড়াও, গয়া-তে রয়েছে বোধগয়া-ও। যা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ পবিত্র স্থানগুলির মধ্যে একটি। এখানেই, বোধগয়ার বোধিবৃক্ষের নীচে, গৌতম জ্ঞানলাভ করেছিলেন এবং সিদ্ধান্ত থেকে তিনি বুদ্ধদেব হয়েছিলেন বলে জানা যায়।


GayaGaya City BiharGaya JiNitish Kumar Government

নানান খবর

নানান খবর

২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ, ভারতে অবাঞ্ছিত ঘোষণা পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে

আমেরিকার ‘গোল্ডেন ডোম’, ইজরায়েলের ‘আয়রন ডোম’, ভারতের তুরুপের তাস কী? জানলে অবাক হবেন

স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও

চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা

১০০ দিনের কাজে চুড়ান্ত অসঙ্গতি: কংগ্রেসের তীব্র সমালোচনা মোদি সরকারের বিরুদ্ধে

'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস

বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’

ফের ফিরবে লকডাউনের স্মৃতি!‌ দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন  

কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ

ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর

আধুনিক মিসাইল আঘাত হানতে পারে রাতের অন্ধকারেও, তাও কেন 'ব্ল্যাকআউট' করা হয়

অফিসের অতিরিক্ত কাজের চাপেই কি চরম পদক্ষেপ? বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যুতে তোলপাড়

পাকিস্তান নিজেদের গুপ্তচর বানিয়ে ফেলেছিল জ্যোতিকে, দেশের বিরুদ্ধে কীভাবে প্রলুব্ধ করা হল ইউটিউবারকে

ভয়ঙ্কর, দু'বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগ মায়ের কিশোর প্রেমিকের বিরুদ্ধে

'ভারত ধর্মশালা নয়', এক শ্রীলঙ্কার নাগরিকের এদেশে থাকার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

সোশ্যাল মিডিয়া