
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধকালীন পরিবেশের প্রভাব পড়েছে আইপিএলে। মাঝে সাত দিন কোটিপতি লিগ স্থগিত রাখতে বাধ্য হয় বিসিসিআই। যার বলে নির্ধারিত সময় শেষ হবে না আইপিএল। এক সপ্তাহ পরে, অর্থাৎ ৩ জুন আইপিএলের ফাইনাল। তাতেই সমস্যায় ফ্র্যাঞ্চাইজিরা। সমস্ত বিদেশি প্লেয়ারদের ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে বোর্ড। কিন্তু বেঁকে বসেছে দক্ষিণ আফ্রিকা। ২৬ মের মধ্যে দেশে ফেরার সময়সীমা বেঁধে দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। যা আইপিএলের প্রাথমিক চুক্তি অনুযায়ী ঠিক ছিল। যদিও দুই বোর্ডের শীর্ষ পদাধিকারীদের মধ্যে এখনও কথাবার্তা চলছে। কিন্তু প্লেয়ার ছাড়তে চাইছে না দক্ষিণ আফ্রিকার বোর্ড।
কর্বিন বচ, উইয়ান মুলডার, মার্কো জ্যানসেন, আইডেন মার্করাম, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাডা, রিয়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবসরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে আছেন। ১৩ মে দল ঘোষণা হয়। আগের চুক্তি অনুযায়ী, ২৬ মের মধ্যে সব বিদেশি প্লেয়ারদের ছেড়ে দেওয়ার কথা বিসিসিআইয়ের। কিন্তু নতুন সূচি অনুযায়ী ২৭ মের আগে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে না। ফাইনাল ৩ জুন। দক্ষিণ আফ্রিকার হেড কোচ শুক্রি কনরাড বলেন, 'আগের চুক্তি অনুযায়ী, আমাদের প্লেয়ারদের ২৬ মের মধ্যে দেশে ফিরে আসার কথা। যাতে ৩০ মে ইংল্যান্ডে যাওয়ার আগে ওরা হাতে সময় পায়। আমাদের উচ্চ পদাধিকারীদের সঙ্গে ওদের কথা চলছে। তবে মনে হচ্ছে, আমরা এটা মেনে নেব না। আমরা আমাদের প্লেয়ারদের ২৬ মে দেশে চাই। আইপিএল এবং বিসিসিআইয়ের সঙ্গে এখনও আলোচনা চলছে।'
যারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে নেই, সেইসব প্রোটিয়া তারকাদের সার্ভিস পাবে ফ্র্যাঞ্চাইজিরা। এই তালিকায় আছেন ডেওয়াল্ড ব্রেভিস, ফ্যাফ ডু'প্লেসি, ডোনোভ্যান ফেরেইরা, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, আনরিচ নোখিয়া, ডেভিড মিলার, ম্যাথিউ ব্রিটজকে, নান্দ্রে বার্গার, ওয়েনা মাফাকা, হুয়ান ড্রে প্রিটোরিয়াস এবং হেনরিচ ক্লাসেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে থাকা ক্রিকেটারদের ৩১ মে অরুণডেলে জমায়েত হতে বলা হয়েছে। ৭ জুন লন্ডনে উড়ে যাওয়ার আগে ৩ থেকে ৬ জুন জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ১১ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
বিশ্বকাপে দেখা যাবে না ভারত–পাক ম্যাচ! বড় সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের